অবসর ভেঙ্গে সাত বছর পর ব্যাট হাতে মাঠে নেমে প্ৰথম বলেই বাউন্ডারি মারলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার নামটি শুনলে এখনো পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভারতীয় ক্রিকেটের লিজেন্ড বলা হয় যাকে, কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাত বছর আগে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি যেদিন ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সেদিন চোখের জল ফেলে ছিল লক্ষ্য লক্ষ্য ক্রিকেট ভক্ত। লক্ষ লক্ষ শচীন টেন্ডুলকার অনুগামীরা সেদিন চোখের জল ফেলতে ফেলতে বলেছিল ক্রিকেটে আর কিছু রইল না, শচীন টেন্ডুলকারই যদি ক্রিকেট না খেলেন তাহলে এই ক্রিকেটে কোনো মানেই হয়না। দেখতে দেখতে সাত বছর কেটে গিয়েছে শচীন টেন্ডুলকারের অবসর নেওয়া। এই সাত বছরে অনেক তারকা ক্রিকেটারের জন্ম হয়েছে কিন্তু শচীন তেন্ডুলকর এর অভাব আজ পর্যন্ত কেউ ঢাকতে পারেনি। ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে শচীন টেন্ডুলকার এখনো পর্যন্ত এক অন্য উচ্চতায় রয়ে গিয়েছেন।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছেন অস্ট্রেলিয়া বহু মানুষ। আর এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে অর্থ সাহায্যের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে আয়োজিত করা হয়েছিল একটি ম্যাচ। এই ম্যাচ থেকে যে অর্থ সংগ্রহ করা হবে সেটা পুরোটাই তুলে দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য। আর এই ম্যাচে শচীন টেন্ডুলকার না খেললেও তিনি কোচ হিসাবে নিযুক্ত ছিলেন রিকি পন্টিংয়ের দলে।

9359399158f4b8a54ce7afe2284f25dd5864e6fa

তবে অস্ট্রেলিয়ার উইমেন্স ক্রিকেটার এলিস পেরি, যিনি 2019 সালের উইমেন্স ক্রিকেটার অফ দা ইয়ার হয়েছিলেন। তিনি শচীন টেন্ডুলকারের কাছে দাবি রেখেছিলেন আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে এই ম্যাচে কোচিং করিয়েছেন সেটা খুবই ভালো। তবে আপনি যদি আমার এক ওভার ব্যাটিং করেন তাহলে আমরা আরো অনেক বেশি উপকৃত হবো, তাহলে আরো অনেক বেশি অর্থ সংগ্রহ করা যাবে। আর পেরিয়ে ডাকে সাড়া দিয়ে দীর্ঘ সাত বছরের অবসর ভেঙ্গে ব্যাটিং করতে নামেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আর শচীন টেন্ডুলকারকে ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখে লক্ষ লক্ষ শচীন ভক্তরা যেন উন্মাদনায় ভেসে গেলেন, আর ব্যাট হাতে মাঠে শচীন তেন্ডুলকরও ঝড় তুললেন, দীর্ঘ সাত বছর পর অবসর ভেঙে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে শচীন বুঝিয়ে দিলেন তিনি কেন কিংবদন্তি ক্রিকেটার। এছাড়াও শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখে বোঝা গেল এখনকার দিনে টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পারতেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর