দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দিনরাত্রি টেস্ট। বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেই দিনরাত্রি টেস্ট করার ব্যাপারে উদ্যোগী হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। অবশেষে সেই স্বপ্নই বাস্তবে পরিণতি পেতে চলেছে আগামী 22 শে নভেম্বর। 22 শে নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ রয়েছে আর সেই টেস্ট ম্যাচটি দিনরাত্রি করার পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছে বিসিসিআই। এছাড়াও এই ম্যাচ ঘিরে রয়েছে বেশ কিছু পরিকল্পনা, জানা গিয়েছে যে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে সংবর্ধনা দেওয়া হবে এই দিন ইডেন গার্ডেন্সে। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় হল দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ আর সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচিন টেন্ডুলকার।
ইডেন গার্ডেনে অত্যাধুনিক পরিকল্পনায় গড়ে উঠেছে ইডেন ইন্ডোর, এই ইডেন ইন্ডোরকে সাজানো হয়েছে সুসজ্জিত সাজে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার নিজে গিয়ে এই ইডেন ইন্ডোরের সমস্ত কাজকর্ম তদারকি করে আসেন। আগামী 22 নভেম্বর দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্টের দিনই উদ্বোধন হতে চলেছে এই ইডেন ইনডোরের। আর এখানেই সম্বর্ধনা দেওয়া হবে প্রথম ভারত-বাংলাদেশ টেষ্ট ম্যাচ খেলা খেলোয়াড়দের।
জানা গিয়েছে যে এই টেস্ট ম্যাচের প্রথম দিনে ইডেনে শচীন টেন্ডুলকারকে আনার জন্য ব্যক্তিগতভাবে বিশেষ উদ্যোগ নিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত চলে এসেছে। এছাড়াও আমন্ত্রণ করা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীশ ধনকড়কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।