মধ্যবিত্তের হেঁশেলে আরেক ধাক্কা, টমেটোর পর দামী হচ্ছে বিভিন্ন ডালও!

বাংলা হান্ট ডেস্ক : শাক সবজি (Vegetables) থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এতদিন ডাল ভাত খেয়েও দিন গুজরান করছিলেন অনেকে। কিন্তু তাতেও শান্তি নেই, জানা যাচ্ছে টমেটোর পর (Tomato) এবার থেকে ডালের দামও (Lentil Price) বাড়তে পারে অনেকাংশে। বাজার বিশেষজ্ঞদের কথায়, এর আগে ১০ শতাংশ দাম বেড়েছে ডালের। আগামী সময়ে সেটা আরো বাড়তে চলেছে।

এতদিন সবজি, লংকা ইত্যাদির দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত আমজনতা ডালের দাম নিয়ে ভাবুক। সম্প্রতি সামনে এসেছে Ministry of Statistics and Programme Implementation-এর পরিসংখ্যান। সেই পরিসংখ্যান অনুযায়ীই ভারতের consumer price index এর জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৪.৮১ শতাংশ। বিগত তিন মাসে এটাই সর্বোচ্চ। এর আগে মে মাসে বেশি থাকলেও সেবার ছিল মাত্র ৪.৩ শতাংশ ।

মুদ্রাস্ফীতির অংকের দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের ধারণা ডালের দাম আরো বাড়তে পারে। চলতি বছর ডালের দাম ১০ শতাংশ বেড়েছে ইতিমধ্যে। চলতি বছরে সেই অংক ২০% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে সবজি আগুনমূল্য হওয়ার পর থেকেই সেখানে হাত দেওয়া যাচ্ছেনা। পটল, ঝিঙে, বেগুন, টমেটোর পাশাপাশি কাঁচা লঙ্কা র দামও বেড়েছে অস্বাভাবিকহারে।

101482484

সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য অনেকেই দায়ী করছেন আবাহাওয়ার পরিবর্তন। এপ্রিল মে মাসের তাপপ্রবাহ এবং তারপর সঠিক সময়ে বৃষ্টি না হওয়া থেকে উৎপাদন কম হওয়া, সবই এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। উল্লেখ্য যে, কর্ণাটক থেকে প্রচুর সবজি আসে বাংলায় আর সেখানেই এবার ভালো ফলন হয়নি।

lentils1

রাজ্য সরকার আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে পরিস্থিতি সামাল দিতে টাস্ক ফোর্স গঠন করেছে। যদিও এতে বিরাট লাভ কিছু হয়নি। অনেকে এসময় পুলিশের জুলুমবাজিকে দায়ী করেছেন। এই বিষয়ও দেখছে রাজ্য সরকার। তবে দাম কমার আশা নেই আপাতত।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর