মেসিকে পিএসজি-তে নিতে মরিয়া নেইমার, কথা বলছেন দলের সঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ দুই দশক বার্সেলোনায় থাকার পর এবার ক্লাব ছাড়তে চলেছেন লিও মেসি (Leo Messi)। কিন্তু মেসি বার্সেলোনা ছাড়ার পর কোন ক্লাবে যোগদান করবেন এই নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। মেসিকে নিজেদের দলে টানতে মরিয়া ইউরোপে বেশ কয়েকটি বড় বড় ক্লাব। মেসিকে দলে পেতে কোমর বেঁধে নেমে পড়েছি ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। আর এমন পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ পিএসজি।

প্রাথমিকভাবে মেসিকে দলে নেওয়ার জন্য এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে হাল ছাড়তে নারাজ পিএসজি। মেসিকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যে পিএসজির কাছে অনুরোধ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও এখনও পর্যন্ত পিএসজির তরফে সরকারি ভাবে বার্সেলোনার কাছে কোন প্রস্তাব দেওয়া হয়নি। তবে ফ্রান্সের এই ক্লাবটি যে এত সহজে মেসিকে ছেড়ে দেবেন না সেটা বলাই বাহুল্য।

r720255 1296x729 16 9

মেসি এবং নেইমার দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলেছেন। বার্সেলোনায় মেসির সঙ্গে চার চারটি মরশুম কাটিয়েছেন নেইমার। সেই সময় মেসির সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল নেইমারের। ক্লাব ছাড়ার পরেও সেই সম্পর্ক আজও অটুট রয়েছে বলে জানা যায়। আর সেই কারণেই মেসির বার্সেলোনা ছাড়ার খবর পেয়ে নিজের ক্লাব পিএসজিকে মেসিকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন নেইমার। তবে শেষ পর্যন্ত মেসি কোন দলের সঙ্গে যুক্ত হয় সেটা এখন সময়ই বলবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর