বাংলা হান্ট ডেস্ক : ২০২০ যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মানব সভ্যতার কাছে। এই বছর প্রকৃতির একের পর ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করেছে গোটা দেশ। প্রথমে করোনাভাইরাস, লকডাউন, বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান, একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এছাড়াও পশুদের প্রতি নৃশংসতা দেখেও আতঙ্কিত সারা দেশবাসী।
এর মাঝেই উত্তরখন্ড নৈনিতাল রামনগর এলাকায় ঘটে গেল মারাত্মক ঘটনা। গান শোনার সময় পেছন থেকে এক তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ। জানা গিয়েছে, কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন ওই কিশোরী। কিন্তু তিনি বুঝতেই পারেননি তার দরজায় কড়া নাড়ছে মৃত্যু।
জানা যায়, গতকাল নৈনিতাল রামনগর এলাকার বেইলপাড়া ফরেস্ট রেঞ্জার চুনাখান এলাকায় একটি খালের ধারে বসে হেডফোন দিয়ে গান শুনছিলেন ওই কিশোরী যা তার বাড়ি থেকে সামান্য দূরে। এই সময় আচমকাই তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। এবং ওই কিশোরীকে টেনে জঙ্গলে নিয়ে যায়। চিতাবাঘের থাবাতেই মৃত্যু হয় ওই কিশোরীর। আজ জঙ্গল থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার করে বনদপ্তর।