বাংলা হান্ট ডেস্কঃ গণপিটুনির (Lynching) অনেক ঘটনায় আপনি শুনেছেন হয়ত। কিন্তু পশু-প্রাণীদের গণপিটুনি? আশাকরি এরকম খবর শোনেন নি। কিন্তু এরকমই ঘটনার সাক্ষী হয়ে রইল অসমের গুয়াহাটি। সেখানে মানুষের ভিড় এক অবলা চিতা বাঘের (Leopard) প্রথমে সব দাঁত ভেঙে দেয়, তারপর তাঁকে প্রাণে মেরে ফেলে। এরপর মৃত চিতার প্যারেডও করায়। এই ঘটনা সামনে আসার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
চিতা বাঘকে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়। ওই ভিডিওতে চার থেকে পাঁচ জন চিতা বাঘকে ধরে রয়েছে দেখা যাচ্ছে। আর তাদের পিছনে সহস্র মানুষও রয়েছে। চিতাবাঘকে প্যারেড করাতে দেখা যাচ্ছে এই ভিডিওতে। আর শেষে ওই মৃত চিতাবাঘকে নিয়ে উল্লাসে ফেটে পড়ে হাওয়ায় তুলেও ধরা হচ্ছে।
ইংরেজি সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এই ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। কামরুপ ইস্ট ডিভিশনের ডিএফও রাজীব বরুয়া জানান, ওই চিতাবাঘের বয়স ৮ বছর ছিল। দড়ি দিয়ে ফাদ পেতে ওই চিতা বাঘকে ধরেছিল গ্রামবাসীরা। উনি জানান, চিতা বাঘের সমস্ত দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। অপরাধীদের বিরুদ্ধে অবৈধ শিকার মামলায় অ্যাকশন নেওয়া হবে।
https://twitter.com/Dilsedesh/status/1269675426223448071
চিতা বাঘের পোস্টমর্টেমের অপেক্ষা করা হচ্ছে। বরুয়া জানান, ‘আমাদের সকাল পাঁচটা নাগাদ কেউ ফোন করে জানায় যে একটি চিতাবাঘকে ধরেছে গ্রামবাসীরা। যতক্ষণে বনকর্মীরা সেখানে পৌঁছায়, ততক্ষণে ওই চিতা বাঘ সেখান থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে গেছিল। এরপর গ্রামবাসীরা জঙ্গল পর্যন্ত ওই চিতা বাঘকে তাড়া করে ধরে ফেলে এবং মেরে ফেলে। সকাল ১০ টা নাগাদ আমরা খবর পাই যে, ওই চিতা বাঘকে মেরে ফেলা হয়েছে।”
Acting swiftly, @GuwahatiPol arrested 6 people, including a juvenile for the killing of a Leopard that took place today at Katahbari Pahar.
Gorchuk PS Case No 315/2020 has been registered and investigation is on to apprehend others involved.@CMOfficeAssam pic.twitter.com/9i6wWLP3tN
— Assam Police (@assampolice) June 7, 2020