মগডালের বাঘকে বাগে আনতে কালঘাম বনকর্মীদের, হুলুস্থুল নকশালবাড়ি

বাংলাহান্ট ডেস্ক : বাঘকে বাগে আনতে নাজেহাল বনকর্মীরা। এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে রীতিমতো কাল ঘাম ছোটালো সে। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যতই হুলুস্থুল পড়ে গিয়েছে উত্তরবঙ্গের নকশালবাড়িতে।

রবিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির কালুয়াজোত গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ঘরের উঠোনে বাঘ দেখে কার্যতই হতবুদ্ধি হয়ে পড়েন বাসিন্দারা। মুহুর্তেই শোরগোল শুরু হল এলাকায়। বাঘ তাড়াতে তাকে তাড়া করেন গ্রামের কয়েকজন মিলে। কিন্তু হিতে বিপরীত হল এতেই। তাড়া খেয়ে ভয়ে বাঘটি চড়ে বসে একেবারে গাছের মগডালে। বহুক্ষণ গেলেও নামার ইচ্ছের নামগন্ধও ছিল না তার মধ্যে। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। তাঁরা গিয়ে দেখেন বাঘটি একটি গাছের একেবারে মগডালে উঠে বসে রয়েছে। ঠিক তার নীচেই ভিড় করে রয়েছেন অগণিত মানুষ। তৎক্ষণাৎ যুদ্ধকালীন তৎপরতায় ফাঁকা করা হয় জায়গাটিকে। তারপর জাল দিয়ে ঘিরে ফেলা হয় সম্পুর্ণ এলাকা। কিন্তু বহু সাধ্যিসাধনার পর ও গাছ থেকে নামতে নারাজ চিতা বাঘটি। ততক্ষণে রীতিমতো কালঘাম ছুটেছে বনকর্মীদের।

অবশেষে আর কোনো উপায় না দেখে গাছটি কেটে বাঘ নামানোর সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতন গাছ কেটে গাড়ির সঙ্গে বেঁধে টেনে ফেলা হয় মাটিতে। কিন্তু এবারেও বৃথা প্রচেষ্টা। গাছের মগডাল মাটির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে নেমে দৌড় লাগায় চিতা বাঘটি। অবশেষে বোমা ফাটিয়ে বাঘটিকে কোনঠাসা করে জালে বন্দি করা হয়। বাঘ বাগে আসতেই রীতিমতো ঘাম দিয়ে জ্বর ছাড়ে বনকর্মীদের। স্বস্তির নিশ্বাস ফেলেন এলাকাবাসীও।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর