বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে প্রায় সকল টেলিকম সংস্থাগুলোই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই দুর্মূল্যের বাজারে বেশকিছুটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য এবং অন্যদিকে মোবাইল রিচার্জ- সবমিলিয়ে বেশ সমস্যার মধ্যেই পড়েছেন সাধারণ মানুষেরা।
তবে সম্প্রতি সময়ে একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL, যা Jio, Airtel এবং Vi-কেও হার মানাবে। তবে BSNL-র এই ধামাকা অফারে মাসে মাসে আলাদা করে রিচার্জ করার কোন প্রয়োজন হবে না। একবারে প্রায় একবছরের রিচার্জ করে রাখতে পারবেন গ্রাহকরা।
জেনে নিন BSNL-র এই অফারের বিষয়ে-
মাত্র ৩৯৭ টাকা রিচার্জেই গ্রাহক পেয়ে যাবেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা, দৈনিক ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস। সেইসঙ্গে থাকবে PRBT টিউনের সুবিধাও। উপলব্ধ পরিষেবাগুলি ৬০ দিনের জন্য ব্যবহার করা গেলেও অফারের বৈধতা থাকবে ৩০০ দিন। আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে কলিং বা ডেটার জন্য আলাদা করে টকটাইম প্ল্যান বা ডেটা প্ল্যানও রিচার্জ করতে পারেন।
জানিয়ে রাখি, শীঘ্রই একটি দীর্ঘমেয়াদি একটি প্ল্যান বন্ধ করতে চলেছে BSNL। এমন একটি প্রিপেইড প্ল্যান ছিল যেখানে একবার রিচার্জ করলেই ৪২৫ দিন নিশ্চিন্তে থাকতে পারতেন গ্রাহকরা। এর মাঝে আর রিচার্জের কোন প্রয়োজন হত না। এই প্ল্যানে গ্রাহকরা ২৩৯৯ টাকার রিচার্জে দৈনিক ১০০ টি SMS, আনলিমিটেড কলিং দৈনিক ৩ GB হাই-স্পিড ডেটা পেতেন। বৈধতা ছিল ৪২৫ দিন। সঙ্গে ছিল ইরোস নাউ এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশনও। জানা গিয়েছে, আগামী ৩১ শে ডিসেম্বর থেকেই বন্ধ হয়ে যাবে এই প্ল্যান।