ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার নম্বরে শ্রেয়স আইয়ারকে খেলানোর জন্য সাওয়াল করলেন অনিল কুম্বলে।

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল একের পর এক সিরিজ অনায়াসে জিতে নিচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। প্রতিটি সিরিজেই ব্যাটিং বোলিং সব ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখিয়েছে বিরাট কোহলির ভারত। কিন্তু কোথাও যেন ভারতের চার নম্বর ব্যাটিং নিয়ে এখনো পর্যন্ত কিছুটা স্ট্রাগেল করে চলেছে ভারতীয় দল। এই ব্যাপারে ভারতের প্রাপ্তন হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছেন তিনি ভারতের চার নম্বরে দেখতে চান শ্রেয়স আইয়ারকে।

বিশ্বকাপের সময় থেকে ভারতের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্বকাপের আগে আম্বাতি রাইডু কে সুযোগ দেওয়া হয়েছিল চার নম্বরে ব্যাটিং করার জন্য কিন্তু তিনি নিজের পারফরমেন্সে খুশি করতে পারেন নি নির্বাচকদের। আর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অনিল কুম্বলে চাইছেন শ্রেয়স আইয়ার যেন চার নম্বরে ব্যাটিং করেন। কারণ ধাওয়ানের অনুপস্থিতে ওপেন করতে যাবেন কে এল রাহুল অপরদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলার সুবাদে এখন কিছুটা পরিণত হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাই চার নম্বর পজিশনে শ্রেয়স আইয়ার কে খেলানো পক্ষে সওয়াল প্রাক্তন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।

148629729f8ebf03527163b0377523152561f594

সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। বেশ কয়েকজন বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে সেই দলে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে কোনরকম বাড়তি ঝুঁকি না দেখিয়ে শ্রেয়স আইয়ার কে 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখতে চান কুম্বলে। এখন এটাই দেখার টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক বিরাট কোহলি কাকে সুযোগ দেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর