বাংলাহান্ট ডেস্ক: বিগত বেশ কিছু দিন ধরে কেন্দ্র সরকারের পেশ করা কৃষি বিল নিয়ে বিরোধ তুঙ্গে। রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার পর থেকেই তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস সকলেই সরকার বিরোধীতায় সরব হয়েছে। সোমবার এই কৃষি বিল নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। কেন্দ্র সরকারের পাশ করা বিলের পরিবর্তন ঘটাতে সকলকে একজোট হওয়ার আহ্বান করলেন।
কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে একজোট হওয়ার আহ্বান কংগ্রেসের
কংগ্রেসের মহাসচিব ভেনুগোপাল জানিয়েছেন, সংবিধানের 254(A) ধারা অনুসারে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সকলকে কেন্দ্র সরকারের আইন পরিবর্তনের জন্য একত্র হতে আহ্বান করেছেন। সংবিধানের এই অনুচ্ছেদ কেন্দ্রের পেশ করা এই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে তা পরিবর্তন করার অধিকার দেয়।
বর্তমানে পাঞ্জাব, রাজস্থান, পন্ডিচেরী এবং ছত্রিশগড়ে কংগ্রেস সরকার রাজ্যের সর্বেসর্বা। সেখানে কংগ্রেস সরকারের শাসন চলছে। আবার অন্যদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সংগঠিত সরকারের অংশ হিসেবে রয়েছে।
রক্ষিত হবে কৃষক স্বার্থ
ভেনুগোপাল দাবি জানিয়েছেন, ‘রাজ্যের এই পদক্ষেপের ফলে কৃষি আইনের প্রতিবাদ এবং কৃষক বিরোধী আইন উপেক্ষা করা যাবে। এই আইনগুলোর মধ্যে ন্যূনতম সহায়তা মূল্য বাতিল করে কৃষি উত্পাদন বিপণন কমিটিগুলি ব্যাহত করা হয়েছে। এই নতুন আইন পাশ করার ফলে কংগ্রেস শাসিত রাজ্যগুলির কৃষকরা মোদী সরকার এবং বিজেপির অত্যাচার থেকে মুক্তি পাবে’।
সম্প্রতি কৃষি বিল পেশ হওয়ায় বিতর্ক উঠেছে নানা মহলে। কেন্দ্র সরকারের পেশ করা এই কৃষি বিলে কৃষকদের স্বার্থ ক্ষুন্ন হবে বলেও মনে করে কংগ্রেস দল। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন, এই বিলে কৃষক স্বার্থ ক্ষুন্ন করে তাদের দাস করে রাখার প্রচেষ্টা চলবে।