লিভিংস্টোনের ক্যামিওতে ভর করে SRH-কে হারিয়ে মরশুম শেষ করলো পাঞ্জাব কিংস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে শেষ হলো আইপিএলের গ্রূপ পর্ব। দীর্ঘ লড়াইয়ের শেষে প্লে অফের জন্য ক্রমানুযায়ী যোগ্যতাঅর্জন করলো যথাক্রমে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপারজায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজকে নিয়মরক্ষার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয় দিয়ে মরশুম শেষ করলো পাঞ্জাব কিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে গত ম্যাচের হিরো প্রিয়ম গর্গ আজ ব্যর্থ। কিন্তু ধারাবাহিক ভাবে ফর্মে থাকা অভিষেক শর্মা আজ ৩২ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেন। তাকে কিছুটা সঙ্গত দেন রাহুল ত্রিপাঠি (২০) এবং এইডেন মার্করম (২১)। শেষদিকে রোমারিও শেফার্ডের ১৫ বলে ২৬ রানের ইনিংসে ভর করে বোর্ডে ১৫৭ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ টি করে উইকেট নেন পাঞ্জাবের হরপ্রীত ব্রার এবং ন্যাথান ইলিস।

রান তাড়া করতে নেমে ধাওয়ান (৩৯), বেয়ারস্টো (২৩), শাহরুখ খানের (১৯) ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন। মরশুমের শেষ ম্যাচেও ব্যর্থ হন পাঞ্জাব অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু জিতেশ শর্মা (১৯) এবং লিয়াম লিভিংস্টোন ব্যাট হাতে জ্বলে উঠেন। অল্পের জন্য অর্ধশতরান না করতে পারলেও ২২ বলে ৪৯ রানের ইনিংসে ভর করে ২৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

ম্যাচ জিতে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে ৬ নম্বরে শেষ করলো পাঞ্জাব কিংস। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদ ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ করলো আট নম্বরে। পরের মরশুমে আরও আটঘাট বেঁধে লড়াইয়ে নামতে চাইবে দুই ফ্র্যাঞ্চাইজি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর