LIC গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এই মাসেই বন্ধের মুখে জনপ্রিয় দুটি স্কিম, বিনিয়োগের আগে ভাবুন

বাংলাহান্ট ডেস্ক : লক্ষ লক্ষ ভারতবাসী লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসিতে (LIC) বিনিয়োগ করেন। আসলে, এলআইসি-তে বিনিয়োগের পন্থাকেই বেশিরভাগ সাধারণ মানুষেরই সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় বলেই মনে হয়। শুধু তাই নয়, এলআইসিতে বিনিয়োগের মাধ্যমে মহিলা, চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও কম বেশী নিয়মিত আয়ের সুযোগ মেলে।

এখন, আপনিও যদি এলআইসির একজন গ্রাহক হন, তাহলে এটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় খবর। সূত্রের খবর, এলআইসির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে দুটি স্কিম। সেই স্কিমদুটির তালিকায় আছে প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা এবং ধনবর্ষা। ২০২৩ সালের ৩১ মার্চ থেকে আর কার্যকরী হবে না স্কিমদুটি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, মোদী সরকার প্রবীণ নাগরিকদের চাহিদার কথা ভাবনা চিন্তা করেই ২০১৭ সালের ৪ মে প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা চালু করেছিল। সাধারণত, জীবন বীমা কর্পোরেশন (এলআইসি) সরকারের জন্য এই প্রকল্পটি চালায়। এই স্কিমে, আপনি প্রতি মাসে সর্বাধিক ৯,২৫০ টাকা পেনশন পাবেন। এই পেনশন আপনার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভর করে।

অর্থাৎ বিনিয়োগ যত বেশি, পেনশন তত বেশি। কিন্তু বর্তমানে এই স্কিমটির মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার এখনো কোনো ঘোষণা করেনি। আপনি যদি এই স্কিমের সুবিধা নিতে চান তবে এই সময়ের মধ্যে বিনিয়োগ করুন। প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনায় বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। ৬০ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

lic

অন্যদিকে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ধনবর্ষা যোজনা (এলআইসি ধন বর্ষা যোজনা) স্কিমটিও ৩১শে মার্চের পরে বন্ধ হয়ে যাবে। এই ধনবর্ষা প্ল্যান হল একটি একক প্রিমিয়াম পলিসি। শুধুমাত্র অফলাইনে প্রাপ্ত এই স্কিমটি বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি জীবিত ব্যক্তির ক্ষেত্রে দ্বিগুণ অর্থ প্রদানও করে। এতে পলিসি নেওয়ার তারিখ থেকে মেয়াদপূর্তি পর্যন্ত মৃত্যু সুবিধা পাওয়া যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর