এলআইসি(LIC) জারি করেছে বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্কঃ চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর। এলআইসি(LIC) বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে৷  অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার(AE) , অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO), অ্যাসিস্টেন্ট আর্কিটেক্ট (AA) পদে হবে নিয়োগ। BTech, BEE, MTT, MEE ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে ২১৮টি পদের জন্য।আবেদনকারিদের বয়স হতে হবে ২১ থেকে ৩০-এর মধ্যে৷আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ৷

LIC 1 1

অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ মার্চ, 2020

সংস্থার নাম: এলআইসি(LIC)

মোট শূন্যপদঃ ২১৮টি

পদের নাম: অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (এই) পদে-৫০, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে-২৯, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) পদে-১০, অ্যাসিস্টেন্ট আর্কিটেক্ট (এই) পদে-৪, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল) পদে-৪ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল/মেকানিকাল) পদে-৩৷ সিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (এএও) পদে-১৬৮, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (এসিইউ) ওয়াইএল) পদে-৩০, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (লিগাল) পদে-৪০, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (রাজভাষা) পদে-৮, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (আইটি) পদে-৫০

কাজের ধরণ: অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার, ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট

বয়সসীমা:  আবেদনকারিদের বয়স সর্বনিম্ন বয়স ২১ বছর, সর্বোচ্চ বয়স ৩০ বছর

 

ভারতীয় জীবন বীমা নিগম ( Life Insurance Corporation of India সংক্ষেপে LIC) ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন ভারতীয় টাকা। ভারতীয় জীবন বীমা নিগমের স্থাপনা অধিমিয়মের দ্বারা হয়েছিল এবং একে ভারতের রাষ্ট্রপতি ১৮ জুন ১৯৫৬তে স্বীকৃতি প্রদান করেন। এই অধিনিয়ম ১ জুলাই ১৯৫৬ র থেকে লাগু করা হয় এবং ১ সেপ্টেম্বর ১৯৫৬ তে ভারতীয় জীবন বীমা নিগমের কাজকর্ম আরম্ভ হয়।

নিগমের মুখ্য কার্যালয় মুম্বাইতে অবস্থিত। বর্তমানে নিগমের ৮ টা ক্ষেত্রীয় কার্যালয়, ১১৩ টা মণ্ডল কার্যালয়, ২০৪৮ টা শাখা কার্যালয় এবং যথেষ্ট সংখ্যক উপ-শাখা কার্যালয় আছে। তারোপরি ৫৪টা গ্রাহক ক্ষেত্র, ২৫টা মহানগর আঞ্চলিক হাব, ১৩ লাখ ও অধিক ব্যক্তিগত অভিকর্তা ও যথেষ্ট সংখ্যক কর্পোরেট অভিকর্তা, রেফারাল অভিকর্তা, দালাল গোষ্ঠী ও বীমা ব্যাংক আছে।

ভারতীয় জীবন বীমা নিগমের মূল মন্ত্র হল ‘যুগক্ষম বহাম্যহম’, যার অর্থ হল ‘আপনার কল্যাণের দায়িত্ব আমার’ । এই মন্ত্রটি ‘ভাগবত গীতা’র নবম অধ্যায়ের ২২ নং শ্লোক থেকে নেওয়া হয়েছে

 

 

সম্পর্কিত খবর