হাতে আসবে ডবল রিটার্ন! LIC’র এই প্ল্যানেই হবে বাজিমাত! বিনিয়োগ করলেই সোনায় সোহাগা

বাংলাহান্ট ডেস্ক : ২০২৩ সালে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (Life Insurance Corporation) বাজারে আনে LIC জীবন আজাদ প্ল্যানটি (LIC Jeevan Azad)। দ্রুত বিনিয়োগকারীদের মধ্যে এই প্ল্যানটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। গ্রাহকদের সুরক্ষা ও সঞ্চয় এই দুয়েরই নিশ্চয়তা দেয় LIC-র এই প্ল্যান। তারসাথে রয়েছে এতে কর ছাড় ও মৃত্যু পরবর্তী সুবিধা।

একটি অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত সঞ্চয় এনডাউমেন্ট প্ল্যান LIC জীবন আজাদ (LIC Jeevan Azad)।

ম্যাচিউরিটি এবং মৃত্যুর দাবির ক্ষেত্রে এই প্ল্যান দিয়ে থাকে অগ্রিম সিদ্ধান্ত। LIC জীবন আজাদ প্ল্যানে (LIC Jeevan Azad) ৮ বছর থাকে প্রিমিয়াম ফ্রি পিরিয়ড অর্থাৎ আপনি যত দিনের জন্য প্ল্যান কিনবেন তার থেকে ৮ বছর কম প্রিমিয়াম দিতে হবে আপনাকে। ধরা যাক কেউ একজন LIC জীবন আজাদ প্ল্যান (LIC Jeevan Azad) ১৫ বছরের জন্য কিনেছেন।

   

আরোও পড়ুন : সাবধান! এই মেসেজ এলেই চরম বিপদ! মুহূর্তেই ‘সাফ’ হয়ে যাবে SBI অ্যাকাউন্ট!সতর্কবাণী সরকারের

সেক্ষেত্রে তাকে ৭ বছর প্রিমিয়াম দিতে হবে এবং ৮ বছর থাকবে প্রিমিয়াম ফ্রি পিরিয়ড। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক বিকল্প বেছে নেওয়া যায় প্রিমিয়াম মেটানোর ক্ষেত্রে। ১৫ থেকে ২০ বছরের জন্য কেনা যাবে LIC-র এই প্ল্যান। এই প্ল্যানে সর্বনিম্ন বিমার পরিমাণ ২ লক্ষ এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। ৩ মাস বয়সী শিশুদের জন্যও ১৮, ১৯ এবং ২০ বছরের প্ল্যানগুলি কেনা যায়।

e6f0f055109538ec89ec59322bc151e01674284891851545 original

এই প্ল্যানে সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। ১ থেকে ৫০ বছর বয়সীরা ১৭ বছরের প্ল্যান, ২ থেকে ৫০ বছর বয়সীরা ১৬ বছরের প্ল্যান এবং ৩ থেকে ৩ বছর বয়সীরা ১৫ বছরের প্ল্যান কিনতে পারেন। বিমাকৃত অর্থের চেয়ে বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ পর্যন্ত দেওয়া হয়ে থাকে ডেথ বেনিফিট হিসাবে। এছাড়াও ৮০সি-এর অধীনে এই প্ল্যানে আয়কর থেকে পাওয়া যায় অব্যাহতি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর