লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (LIC) বেশ কয়েকটি জীবন বীমা পলিসির সুবিধা দেয় যে গুলিতে ইনভেস্ট করে মৃত্যুর পর আপনার পরিবার বেশ ভালো টাকা পেতে পারেন। পাশাপাশি এমন অনেক পলিসিও নিয়ে আসে যেগুলিতে বিনিয়োগ করে জীবিতকালে ভালো রিটার্ন পাওয়া যায় । এর মধ্যে একটি হ’ল প্রতিদিন ১৬০ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি পরিপক্ক হওয়ার সময় ২৩ টাকারও বেশি রিটার্ন পাবেন। এই নীতিটির নাম এলআইসি নিউ মানি ব্যাক পলিসি।
চিফ ফিনান্সিয়াল প্ল্যানার মানিকর্ণা সিংহলের মতে, এই পলিসিতে যারা বিনিয়োগ করেন তারা প্রতি পাঁচ বছরে ১৫ থেকে ২০ শতাংশ অর্থ ফেরত পাবেন। তবে, এই পরিমাণটি তখনই পাওয়া যায় যখন প্রিমিয়ামের মোট পরিমাণের ১০ শতাংশ জমা পড়বে। এর সাথে বিনিয়োগকারীরাও বোনাসও পাবেন।
এলআইসির মানি ব্যাক পলিসিতে দুই ধরণের ম্যাচুরিটি থাকে। ২০ বছর এবং ২৫ বছরের ম্যাচুরিটির মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারেন আপনি। পাশাপাশি এই বিনিয়োগ আয়কর মুক্ত। এর সাথে সুদের পরিমাণ, প্রিমিয়াম প্রদান এবং ম্যাচুরিটির পর প্রাপ্ত পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। যে কোনও নীতিধারক ২৫ বছরের জন্য প্রতিদিন ১৬০ টাকা বিনিয়োগ করলে ২৩ লাখ টাকা পাবেন।
বার্ষিক প্রিমিয়াম: ৬০ হাজার ২৫ টাকা (৫৭ হাজার ৪৪০ টাকা + ২৫৮৫ টাকা)
ষান্মাসিক প্রিমিয়াম: ৩০ হাজার ৩২৯ টাকা (২৯ হাজার ২৩ টাকা + ১৩০৬ )
ত্রৈমাসিক প্রিমিয়াম: ১৫ হাজার ৩২৩ টাকা (১৪ হাজার ৬৬৩ টাজা + ৬৬প টাকা)
মাসিক প্রিমিয়াম: ৫ হাজার ১০৮ টাকা (৪ হাজার ৮৮৮ টাকা + ২২০ টাকা)
দৈনিক প্রিমিয়াম: ১৬৪ টাকা
আপনাকে জানিয়ে রাখি যে প্রতি পাঁচ বছরে পলিসিধারীরা ১.৫০ লক্ষ টাকা ফেরত পাবেন। এ ছাড়া বিনিয়োগকারীরা বোনাস হিসাবে ১১ লক্ষ টাকা এবং অতিরিক্ত বোনাস হিসাবে ২ লাখ ২৫ হাজার টাকা পাবেন।