বাংলা হান্ট ডেস্ক: অতিমারী এখনো বিদায় নেয়নি চিরকালের জন্য, প্রাণের আশঙ্কায় এখনো ভুগছে অনেক মানুষ। চিকিৎসক থেকে বিজ্ঞানী মহল হয়েছে তোলপাড়। এমতাবস্থায় মানুষের স্বাস্থ্যের জন্য একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে জীবন বীমা। নিজের পরে নিজের প্রিয়জনদের জন্য দুশ্চিন্তা কিছুটা হলেও কাটবে। আর এই জীবন বীমার পথিকৃৎ এলআইসি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন সাধারণ জনতার কাছে এনে দিল আরেকটি দুর্দান্ত স্কিম, যেটি নিম্নবিত্ত মানুষদেরও মধ্যে সাহস সঞ্চার করবে ।
এলআইসি আম আদমি বীমা যোজনা আওতায় একজন সাধারন পলিসি হোল্ডারকে বছরে দিতে হয় ২০০ টাকা মাত্র, তার মধ্যে আবার ১০০ টাকা দেবে পলিসি হোল্ডারের রাজ্য সরকার। এই বিনিয়োগেই বিনিয়োগকারী এককালীন পেয়ে যাবেন ৭৫ হাজার টাকা।
এলআইসি সাধারণত কোন পলিসি হোল্ডারের স্বাভাবিক মৃত্যুতে তার নমিনীকে ৩০ হাজার টাকা দেয়, এছাড়া কোন ব্যক্তি, যিনি আম আদমি বিমা যোজনার অন্তর্ভুক্ত, দুর্ঘটনায় প্রাণ হারালে বা শারীরিক কোন ক্ষতি হলে, নমিনি পেয়ে যাবেন এককালীন টাকা। অঙ্গহানি বা ক্ষতির ক্ষেত্রে তার পরিমাণ ৩৭,৫০০ টাকা পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে সে ক্ষেত্রে নমিনি পাবেন ৭৫,০০০ টাকা।
এই পলিসি করাতে পারেন ১৮ থেকে ৫৯ বছর বয়সী যে কোন সাধারণ নাগরিক। বাৎসরিক দুশো টাকার ৫০% অর্থাৎ একশো টাকা দেবে পলিসি হোল্ডারের সংশ্লিষ্ট রাজ্য। পলিসি হোল্ডারকে বছরে দিতে হবে মাত্র ১০০ টাকা, শুধুমাত্র মধ্যবিত্ত নয় নিম্নমধ্যবিত্ত এমনকি সোজা ভাবে বলতে গেলে সব ধরনের পেশায় কর্মরত ব্যাক্তিরাই পারেন এই ব্যবস্থার সম্পূর্ণ লাভ ভোগ করতে। এর ফলে একজন সাধারণ পলিসি হোল্ডার কভার পাবেন ৭৫,০০০ টাকার।