বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান যুগে যেভাবে মুদ্রাস্ফীতির কারণে দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেখানে বহু মধ্যবিত্ত এবং গরিব পরিবারের কাছে অর্থ সঞ্চয় করাই মুশকিল হয়ে পড়েছে। তবে বর্তমানে তাদের কিছুটা স্বস্তি দিয়ে LIC কোম্পানি একটি নতুন স্কিম নিয়ে এসেছে। এলআইসি (LIC) হলো এমন একটি কোম্পানি, যেখানে আপনি ছোট থেকে বড় সব রকমের বিনিয়োগ করতে পারেন।
বর্তমানে নতুন স্কিম বাবদ কোন ব্যক্তি একবার প্রিমিয়াম ভরলে তিনি বছরে সর্বনিম্ন 12000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। সরল পেনশন স্কিম (Saral Pension Scheme) বাবদ প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বাৎসরিক 12000 টাকা পেনশন সহ একাধিক সুবিধা পাবে গ্রাহকরা। এতে যেমন কোনরকম ঝুঁকি নেই, ঠিক তেমন ভাবেই এর মাধ্যমে যে কোনো ব্যক্তি একাধিক ফায়দা পেতে চলেছেন।
LIC ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, বিনিয়োগকারীরা একবার মাত্র প্রিমিয়াম প্রদান-এর পরবর্তীতে দুটি বিকল্প পেয়ে যাবেন,যার মধ্যে তাকে যেকোনো একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে কোন ব্যক্তি একসাথে পুরো অর্থ পেতে পারেন আবার বছরে 12000 টাকা করে পেনশনের বিকল্প রয়েছে এই স্কিমে।
এবার বার্ষিক পেনশন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই স্কিম বাবদ কোন ব্যক্তি প্রতি মাসে 1 হাজার টাকা করে পেনশন পেতে পারবেন এবং একবার যদি সেই ব্যক্তি মারা যান, তবে তার দ্বারা ‘নমিনি’-ভুক্ত ব্যক্তি প্রিমিয়ামের সম্পূর্ণটাই ফেরত পাবেন। এখানে আরও বলা হয়েছে যে, স্বামী-স্ত্রী দুজনেই এই স্কিমের আওতায় পেনশন পেতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে দুজনের মধ্যে যে অধিক দিন বেঁচে থাকবেন, তাকে অর্থ প্রদান করা হবে। তবে যদি স্বামী-স্ত্রী উভয়েই যদি মারা যান, তবে তাদের নমিনি-কে মূল অর্থ ফেরত দেওয়া হবে।
এবার ‘সরল পেনশন স্কিম’-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। বার্ষিক এই স্কিমটিতে বিনিয়োগ করার জন্য সর্বনিম্ন 40 বছর এবং সর্বোচ্চ 80 বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়াও 12000 টাকার বার্ষিক পেনশন সহ একাধিক সুবিধাও আপনি পেতে পারেন। সবচেয়ে বড় কথা, এই সময়ে আপনি অন্য যেকোনো ধরনের বার্ষিক স্কিমে বিনিয়োগ করতে সক্ষম হবেন।