LIC-র নয়া নজির! প্রথমবারের মতো বিরাট কারনামা করল বিমা সংস্থা, হল ৩৫ হাজার কোটির ফায়দা

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) বিনিয়োগকারীদের কাছে অন্যতম ভরসাযোগ্য নাম হল LIC (Life Insurance Corporation of India)। এমতাবস্থায়, দেশের বৃহত্তম জীবন বিমা কোম্পানি LIC এবার এক বিরাট নজির স্থাপন করল। মূলত, সোমবার প্রথমবারের মতো LIC-র শেয়ার ১,০০০ টাকা অতিক্রম করেছে এবং এর ফলে সংস্থার ভ্যালুয়েশনে ৩৫,০০০ কোটি টাকার লাভ হয়েছে। উল্লেখ্য যে, এই কোম্পানির IPO ২০২২ সালের ৪ মে মাসে এসেছিল এবং কোম্পানির লিস্টিং ২০২২-এর ১৭ মে হয়েছিল। তারপর থেকে এই প্রথম কোম্পানির শেয়ার ১,০০০ টাকার স্তর অতিক্রম করল।

জানিয়ে রাখি যে, ট্রেডিং সেশনের সময়ে এই কোম্পানির শেয়ার ৯ শতাংশ বেড়েছে এবং ৫২-সপ্তাহের উচ্চ স্তরে পৌঁছে যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল গত ১০ মাসে কোম্পানিটির শেয়ার প্রায় ৯৪ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি, LIC-র মার্কেট ক্যাপিটাল ৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

LIC set a great example for the first time

রেকর্ড পর্যায়ে LIC-র শেয়ার: সোমবার LIC-র শেয়ার BSE-তে ৮.৯৩ শতাংশ বেড়ে ১,০০০.৩৫ টাকায় বন্ধ হয়েছে। ট্রেডিংয়ের একটি পর্যায়ে, এই শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১,০২৭.৯৫ টাকায় পৌঁছেছিল। এদিকে, NSE-তে এই শেয়ার ৫.৬৪ শতাংশ বেড়ে ৯৯৮.৮৫ টাকায় দাঁড়িয়েছে। এখানে ট্রেডিংয়ের সময়ে এটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১,০২৮ টাকায় পৌঁছে যায়। উল্লেখ্য যে, কোম্পানির ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ২০২৩-এর ২৯ মার্চ। তারপর থেকে অর্থাৎ প্রায় ১০ মাসে, এই কোম্পানির শেয়ার ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: প্রতি গ্রাম মাত্র এত টাকা! বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে ব্যাপক পতন, রইল আজকের রেট

৩৫,০০০ কোটি টাকার লাভ: শেয়ার বাজারে বৃদ্ধির মধ্যে, LIC-র মার্কেট ক্যাপ ৩৫,২৩০.২৫ কোটি টাকা বেড়ে ৬,৩২,৭২১.১৫ কোটি টাকা হয়েছে৷ চলতি বছরে এখনও পর্যন্ত LIC-র শেয়ার ২০ শতাংশ বেড়েছে। উল্লেখ্য যে গত মাসে, মার্কেট ক্যাপিট্যালের দিক থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SBI) পিছনে ফেলে LIC দেশের সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর কোম্পানি হয়ে উঠেছে। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হল দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি। যার মার্কেট ক্যাপ হল ১৯,৪৬,৫২১.৮১ কোটি টাকা।

আরও পড়ুন: আর নয় মলদ্বীপ! মইজ্জুর ভারত বিরোধিতার জেরে পর্যটকরা ঝুঁকছেন শ্রীলঙ্কার দিকে, বিপুল লক্ষ্মীলাভ রাবণের দেশের

কবে হয়েছিল LIC-র লিস্টিং: দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র লিস্টিং শেয়ার বাজারে ২০২২ সালের মে মাসে হয়েছিল। সেই সময়ে, সরকার IPO-র মাধ্যমে LIC-র ২২.১৩ কোটিরও বেশি শেয়ার বা ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল। কোম্পানিটিতে সরকারের এখনও ৯৬.৫ শতাংশ শেয়ার রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোম্পানির IPO যখন এসেছিল তখন এটি ছিল দেশের সবচেয়ে বড় IPO। যা এখনও একটি রেকর্ড হয়ে আছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর