শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বড় অ্যাকশন নিল LIC! জারি করা হল এই নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) চলমান অস্থিরতার মাঝেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ঠিক এই আবহেই LIC-র তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই সংস্থার তরফে জানানো হয়েছে যে LIC বাংলাদেশে তাদের অফিস আগামী ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখবে। ঢাকা থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই বিক্ষোভ এখনও চলছে।

বাংলাদেশে (Bangladesh) থাকবে LIC-র অফিস:

কি জানিয়েছে LIC: ইতিমধ্যেই LIC একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে যে বাংলাদেশের (Bangladesh) বিরাজমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির কারণে, LIC বাংলাদেশ লিমিটেডের অফিস ৫ অগাস্ট ২০২৪ থেকে ৭ অগাস্ট ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে। LIC জানিয়েছে যে বাংলাদেশ সরকার ৫ অগাস্ট ২০২৪ থেকে ৭ অগাস্ট ২০২৪ পর্যন্ত ৩ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছে।

LIC took big action when Sheikh Hasina left Bangladesh.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিতর্কিত চাকরি কোটা স্কিমের বিরুদ্ধে গত মাসে বাংলাদেশে (Bangladesh) শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ক্রমশ সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। এদিকে, সোমবার LIC-র শেয়ার BSE-তে ৬.১০ শতাংশ পতনের সাথে ১,১১০ টাকায় বন্ধ হয়েছে।

আরও পড়ুন: ১৪ বছর পৃথিবীকে রক্ষা করেছে গ্রহাণুর বিপদ থেকে! শেষ হচ্ছে NASA-র এই মিশন, এবারে সুরক্ষার দায়িত্বে কে?

কেন এই বিক্ষোভ হচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশে (Bangladesh) মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিবাদে গত ১ জুলাই থেকে বিক্ষোভ শুরু হয়। এর আগে গত ৫ জুন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের ব্যবস্থা পুনর্বহাল করার নির্দেশ দেয় ঢাকা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই সারা দেশে সংরক্ষণ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। যা পরে রীতিমতো বিদ্রোহে পরিণত হয়।

আরও পড়ুন: বিগ ব্রেকিং! বাংলাদেশে ভয়াবহ আন্দোলনের আবহে পদত্যাগ শেখ হাসিনার, ভারতের উদ্দেশ্যে দিলেন রওনা

মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিক্ষোভের ফলে বাংলাদেশে (Bangladesh) এখনও পর্যন্ত ৩০০ জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, নিহতদের জন্য বিচার চেয়ে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছিল। এদিকে, সোমবার হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। জানিয়ে রাখি যে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০০৯ সাল থেকে দেশ শাসন করছেন। তিনি পাঁচবার ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর