কনফার্ম খবর! বিরাট সিদ্ধান্ত LIC’র! এই গ্রাহকদের দেওয়া হবে মোটা টাকা, আপনি পাবেন তো?

বাংলাহান্ট ডেস্ক : যে সকল গ্রাহকরা এলআইসি পলিসি করেছেন তাদের জন্য রইল বড়সড়ো খবর। যেসব দাবিহীন বেনামী টাকা বা LIC Unclaimed Amount রয়েছে, সেই সমস্ত টাকা এবার কেন্দ্র সরকারে (Central Government) সিদ্ধান্ত অনুসারে যোগ্য গ্রাহকদের বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

LIC Unclaimed Amount সংক্রান্ত কিছু তথ্য 

সম্প্রতি এলআইসির একটি তথ্য দেখে অনেক পলিসি হোল্ডার অবাক হয়ে গিয়েছেন। ৮৮০.৯৩ কোটি টাকা নাকি ম্যাচিউর হওয়ার পরেও এখনো দাবিহীন ভাবে পড়ে রয়েছে বলে জানিয়েছে ভারতের বৃহত্তম বীমা সংস্থা Life Insurance Corparation of India। এই টাকাগুলি প্রিমিয়াম পলিসি হোল্ডাররা দেওয়া বন্ধ করে দিয়েছেন কিংবা পলিসির মেয়াদ শেষ হয়ে গেলেও সেই টাকার কোন দাবি করেননি।

lic 1

 

পলিসি ধারকের মৃত্যু হলেও তার পরিবারের কোনো সদস্য সেই টাকা দাবি করেন নি। এবার সেই সমস্ত টাকা গুলি বিলি করে দেওয়ার কথা ঘোষণা করেছে এলআইসি। যাদের এলআইসিতে পলিসি রয়েছে তারা সকলেই এই টাকা পাওয়ার যোগ্য। এলআইসির পলিসি হোল্ডার হিসেবে আপনিও কি সেই টাকা পাবেন? জানুন…

আরোও পড়ুন : করেছেন একাধিক বিয়ে, স্বামীদের ঠকিয়ে হয়েছেন কোটিপতি, “লুটেরি দুলহানের” কান্ড দেখে হতবাক!

LIC Unclaimed Amount বা দাবিহীন টাকা হলো এমন অর্থ, যা ম্যাচিওর হওয়ার পরেও পলিসি ধারক কিংবা তার পরিবার দাবি করেননি। পলিসি ধরো প্রিমিয়াম বন্ধ করে দিলে, ম্যাচিওর হওয়ার পরেও পলিসি ধারক টাকা দাবি না করলে, পলিসি ধারকের মৃত্যুর পর পরিবার টাকার দাবি না করলে এবং কোন কারণে তিন বছরের মধ্যে টাকা দাবি করা না হলে তা  আনক্লেইমড হিসেবে গণ্য হয়।

LIC Unclaimed Amount

ম্যাচিওর হওয়ার পর যদি এই টাকার দাবি ১০ বছরের মধ্যে না করা হয় তবে, সরকারী সিনিয়র সিটিজেন করলেন তহবিলের টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি নিজের পলিসির টাকা দাবি করতে যান তাহলে তাকে আগে দেখে নিতে হবে যে সেই টাকাটা জমে না গিয়ে তহবিলে চলে যায়।

এলআইসিতে আপনার আনক্লেইমড টাকা (LIC Unclaimed Amount) রয়েছে কিনা তা জানতে নিম্নলিখিত পদক্ষেপগুলি দেখুন:- 

1. প্রথমে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in  তে ভিজিট করুন।

2. তারপর “Customer Service” অপশনে ক্লিক করুন।

3. এবার “Unclaimed Amount” অপশনটি বেছে নিন।

4. এবার নিজের পলিসি নম্বর, নাম, জন্মের তারিখ এবং প্যান কার্ডের নম্বর লিখুন।

5. সব তথ্য পূরণ হলে সাবমিট অপশনে ক্লিক করুন।

এরপরেই LIC Unclaimed Amount বা দাবিহীন টাকা রয়েছে কিনা সেটা দেখতে পাবেন। যদি থাকে নিজের পাওনা টাকা দাবিও করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর