কলকাতা থেকে শুরু করে মুম্বাই! দেশজুড়ে ৬০ হাজার কোটির সম্পত্তি বিক্রির পথে LIC, কি হবে এত টাকা?

   

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) বিনিয়োগকারীদের কাছে অন্যতম একটি ভরসাযোগ্য নাম হল LIC (Life Insurance Corporation of India)। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে আসছে এই সংস্থা। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, LIC মহানগরগুলিতে অবস্থিত তার রিয়েল এস্টেট সম্পত্তি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে।

শুধু তাই নয়, ওই সম্পদ বিক্রি করার মাধ্যমে LIC ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে বলেও জানা গিয়েছে। মূলত, ওই সংস্থা তাদের হাতে থাকা প্লট এবং বাণিজ্যিক ভবন বিক্রি করতে চলেছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে কাজ শুরু করার প্রসঙ্গে একটি অভ্যন্তরীণ দলকে নির্দেশও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে মুম্বাইয়ের সমস্ত সম্পত্তি বিক্রি করার পথে হাঁটছে LIC।

LIC will sell properties worth 60 thousand crores across the country.

এদিকে, এই সম্পত্তি বিক্রি করার মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে সেগুলি শেয়ার বাজারে লগ্নি করা হবে। জানিয়ে রাখি যে, LIC-র মোট সম্পদ রয়েছে ৫১ লক্ষ কোটি টাকার। এমন পরিস্থিতিতে, দেশজুড়ে LIC-র যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বিক্রি করার আগে সেগুলির মূল্যায়ন করা হবে। এদিকে, LIC তার বহু সম্পদের মূল্যায়ন করেনি। যার ফলে এটা অনুমান করা হচ্ছে যে ওই সমস্ত সম্পদের মূল্যায়ন অর্থাৎ ভ্যালুয়েশন প্রকৃত মূল্যের ৫ গুণ পর্যন্ত বেশি হতে পারে।

আরও পড়ুন: অসম্ভব! মাত্র ৯ ঘণ্টায় তৈরি হল গোটা রেল স্টেশন, কোথায় জানেন?

LIC-র কিছু মূল্যবান সম্পত্তি: প্রসঙ্গত উল্লেখ্য, LIC-র মূল্যবান সম্পত্তিগুলির মধ্যে রয়েছে দিল্লির কনট প্লেসে স্থিত জীবন ভারতী বিল্ডিং, মুম্বাইয়ের আকবরেলিতে আবাসন সম্পত্তি, পাশাপাশি কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে স্থিত LIC বিল্ডিং এবং এশিয়াটিক সোসাইটির মতো সম্পত্তিগুলি। রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভ্যালুয়েশনের দিক থেকে এই সম্পত্তিগুলির মোট মূল্য পৌঁছে গিয়েছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকায়।

আরও পড়ুন: গম্ভীর ভারতীয় দলের কোচ হলে কে হবেন KKR-এর মেন্টর? দায়িত্ব পাবেন ২৫,০০০ রান করা এই খেলোয়াড়

জানিয়ে রাখি যে, ২০২৩-২৪ অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী LIC-র মুনাফা ছিল ৪০,৬৭৬ কোটি টাকা। এদিকে, পাবলিক সেক্টর কোম্পানি LIC জমির মালিকানার দিক থেকে সমগ্র ভারতজুড়ে তৃতীয় স্থানে রয়েছে। এমতাবস্থায়, দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় রেল। এদিকে, জানা গিয়েছে যে, সম্পদ বিক্রির জন্য LIC নতুন কমিটি গঠন করতে পারে। যাদের কাজ থাকবে সঠিক দাম নির্ধারণের মাধ্যমে সম্পত্তি বিক্রি করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর