আদানি ইস্যুর পর এবার নয়া পরিকল্পনা LIC-র! বিনিয়োগের জন্য তৈরি হল নতুন পথ

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation of India, LIC) তার কোম্পানির ঋণ এবং ইক্যুইটি এক্সপোজারে ক্যাপ আরোপ করার পরিকল্পনা গ্রহণ করছে। পাশাপাশি, বলা হচ্ছে যে, আদানি গ্রুপের কোম্পানিগুলিতে সংস্থার বিনিয়োগ নিয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার পরে ঝুঁকি কমাতে এহেন পদক্ষেপ নিতে চলেছে ওই বিমা সংস্থা। এমতাবস্থায়, সংবাদ সংস্থা একটি রিপোর্টে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, LIC বেসরকারি সংস্থাগুলি সহ গ্রুপ কোম্পানি এবং অন্যদের মধ্যে তাদের ঋণ এবং ইক্যুইটি এক্সপোজারে ক্যাপ আরোপ করার পরিকল্পনা করছে।

ঝুঁকি কমানোর চেষ্টা চলছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, LIC-র ব্যবস্থাপনায় প্রায় ৫৩৯ বিলিয়ন ডলার সম্পদ রয়েছে। আদানি গ্রূপে এই সরকারি বিমা কোম্পানির চার বিলিয়ন ডলারেরও বেশি এক্সপোজার ছিল। এদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টের পরে আদানি গ্রুপের শেয়ারের পতনের কারণে, LIC-ও তার বিনিয়োগের জন্য বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়ে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে, এবার বিমাকারী তার বিনিয়োগে “সীমা শর্ত” রাখতে চায়। যা বিনিয়োগের ঝুঁকি হ্রাস করবে।

   

এদিকে, বিমাকারী একটি কোম্পানিতে বকেয়া ইকুইটির ১০ শতাংশ এবং বকেয়া ঋণের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। এখন যদি LIC বোর্ড ক্যাপ অনুমোদন করে, তাহলে LIC-র এক্সপোজার আরও সীমিত হবে। রিপোর্ট অনুসারে, LIC কোম্পানির ঝুঁকি কমাতে তার বিনিয়োগের বাউন্ডারি কন্ডিশনগুলির ওপর নজর দিচ্ছে।

আদানি গ্রুপের কোম্পানিগুলিতে LIC-র অংশীদারিত্ব: মূলত, LIC আদানি গ্রুপের কোম্পানিগুলিতে বিনিয়োগ করেছে। আদানি পোর্টে LIC-র শেয়ার ছিল ৯.১৪ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.৯৬ শতাংশ, আদানি এন্টারপ্রাইজে ৪.২৩ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬৫ শতাংশ এবং আদানি গ্রিন এনার্জিতে সংস্থার ১.২৮ শতাংশ শেয়ার ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য যে, LIC বিগত কয়েক বছর ধরে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে বিনিয়োগ করেছে। LIC এর আগে জানিয়েছিল যে আদানি গ্রুপে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ইক্যুইটি এবং ঋণের অধীনে তাদের হোল্ডিং ছিল ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকা। তবে, হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক পতন ঘটে। যার ফলে LIC-ও প্রভাবিত হয়।

adani lic (1)

LIC এই সংস্থাগুলিতেও বিনিয়োগ করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রূপ ছাড়াও LIC আরও অন্যান্য সংস্থাতেও বিনিয়োগ করেছে। যার মধ্যে রয়েছে IDBI ব্যাঙ্ক (৪৯.২৪ শতাংশ), LIC হাউজিং ফাইন্যান্স (৪৫.২৪ শতাংশ), স্ট্যান্ডার্ড ব্যাটারি (১৯.৯৯ শতাংশ), মডেলা উলেন্স (১৭.৩১ শতাংশ), ITC (১৫.২৯ শতাংশ), NMDC (১৩.৬৭ শতাংশ), মহানগর টেলিফোন নিগম (১৩.২৫ শতাংশ), গ্লোস্টার (১২.৮৫ শতাংশ), লারসেন অ্যান্ড টুব্রো (১২.৫০ শতাংশ) এবং সিমপ্লেক্স রিয়েলটি (১২.৩৮ শতাংশ)-র মত সংস্থাগুলি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর