বাংলা হান্ট ডেস্ক: দেশের নতুন সেনাপ্রধান (Army Chief Of India) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwibedi)। আগামী ৩০ জুন শেষ হচ্ছে বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ। তারপরেই ওই দিন থেকে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে নিয়োগ করতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার রাতেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতীয় সেনার সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এই পদে মাত্র চার মাস থাকার পরেই পদোন্নতি হয়েছে তাঁর। এবার দেশের দেশের চিফ অফ আর্মি বা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। ভারতের এই নতুন সেনা প্রধানের কর্মজীবনের মতোই আকর্ষণীয় তাঁর শিক্ষাগত যোগ্যতাও।
একসময় সেনা স্কুলে পঠন-পাঠন শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। এছাড়াও আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিরক্ষা সম্পর্কিত একাধিক কোর্সের ডিগ্রীও রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্বের একাধিক নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অত্যাধুনিক সামরিক কলা কৌশলও রপ্ত করেছিলেন তিনি। একইসঙ্গে প্রতিরক্ষা বিষয় নিয়ে এমফিল ও দুই বিষয়ে তার স্নাতকোত্ত ডিগ্রী ও রয়েছে।
আরও পড়ুন: তিন দিনে তৃতীয়বার! জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, পাঁচ সেনাসহ আহত ৬
১৯৬৪ সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেছিলেন উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্মু-কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি ভারতীয় সেনা হিসেবে দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতীয় সেনাবাহিনী তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বিদেশেও। একটা সময় কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন উপেন্দ্র দ্বিবেদী।
তিনি কর্মরত ছিলেন অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও। জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি সীমান্ত নিয়ে চীনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন উপেন্দ্র দ্বিবেদী। এবার এই অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সামলাবেন সেনাপ্রধানের দায়িত্ব।