বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে ভারতে নেটওয়ার্কিং এ Airtel ও Jio এই দুটি কোম্পানিই সেরা স্থানে ! বাজারে Jio আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।
জিওর সাথে প্রতিযোগিতায় এয়ারটেল ইতিমধ্যে তার সমস্ত প্লানে আনলিমিটেড কলিং সুবিধা সরবরাহ করেছে, তবে এয়ারটেল আরও একটি বড় বাজি খেলেছে। এয়ারটেল তিনটি নতুন এবং সস্তা প্রি-পেইড প্লান চালু করেছে যাতে গ্রাহকরা বীমার পাশাপাশি ফ্রি কলিং এবং ডেটার সুবিধা পাচ্ছেন।
এয়ারটেল তিনটি নতুন প্রি-পেইড প্ল্যানস চালু করেছে যার মধ্যে 179 রুপি, 279 এবং 349 টাকার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি প্লান চার লক্ষ টাকার জীবন বীমা নিয়ে আসে, তৃতীয় প্লানে অ্যামাজন প্রাইম ভিডিও সদস্য হবার পাচ্ছে।
- ১৭৯ টাকার প্লান – আনলিমিটেড সমস্ত নেটওয়ার্কে কল , ২ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন। পাশাপাশি দুই লক্ষ টাকার জীবন বীমা পাবেন
- ২৭৯ টাকার প্লান – আনলিমিটেড সমস্ত নেটওয়ার্কে কল , প্রতিদিন 1.5 জিবি ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন। পাশাপাশি চার লক্ষ টাকার জীবন বীমা পাবেন
- ৩৪৯ টাকার প্লান – আনলিমিটেড সমস্ত নেটওয়ার্কে কল , প্রতিদিন 2 জিবি ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন। পাশাপাশি আমাজন প্রাইম ভিডিওর সদস্যতা পাচ্ছে ।
ডিসেম্বরের প্রথম মাসেই দাম প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারী সংস্থা এয়ারটেল, ভোদাফোন ও জিও। এই সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের দাম বেড়েছিল ৪০ শতাংশেরও ওপরে।