বাংলা হান্ট ডেস্কঃ জীবন বীমা হিসেবে টাকা সংরক্ষিত রাখার জন্য গোটা দেশের বুকে সবচেয়ে নির্ভরযোগ্য স্থান হল লাইফ ইনসিউরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলআইসি আর এবার সকলের সুবিধার্থে সংস্থার পক্ষ থেকে একটি নতুন প্রকল্প ঘোষণা করা হলো, যার নাম বীমা রত্ন। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে ডেথ বেনিফিট থেকে শুরু করে সার্ভাইভাল এবং ম্যাচিউরিটি সহ একাধিক সুযোগ-সুবিধা পেতে চলেছে দেশবাসী।
ডেথ বেনিফিট
এই প্রকল্পের অধীনে বীমা গ্রাহকের যদি কোনো কারণে হঠাৎ মৃত্যু হয়, তাহলে তাঁর জমা টাকার প্রায় 125 শতাংশ বেশি টাকা ফেরত পাবেন তিনি; অর্থাৎ বার্ষিক প্রিমিয়ামের 7 গুণ বেশি টাকা পাবেন তিনি।
সারভাইভাল বেনিফিট
এক্ষেত্রে, বিভিন্ন মেয়াদ অনুযায়ী বীমা গ্রাহকদের জমা অর্থের একটা নির্দিষ্ট শতাংশ অর্থ প্রদান করবে এলআইসি। আপনার মেয়াদ যদি 15 বছরের হয়, তাহলে আপনি জমা অর্থের প্রায় 25% পাবেন এলআইসির পক্ষ থেকে। অপরদিকে, এই মেয়াদ 20 বছরের হলে 18 ও 19 তম বর্ষে জমা অর্থের 25% অর্থ প্রদান করবে সংস্থা এবং 25 বছরের মেয়াদ হলে সেই পরিমাণ অর্থ আপনারা 23 ও 24 তম বর্ষে পাবেন হাতে।
ম্যাচুরিটি বেনিফিট
এই প্রকল্প অনুযায়ী, আপনার অর্থের ম্যাচুরিটি একবার পূরণ হওয়ার পরে যে পরিমাণ অর্থ আপনার পাওয়ার কথা, তার থেকেও অতিরিক্ত টাকা গ্যারান্টি হিসেবে প্রদান করবে এলআইসি; যা অর্থের প্রায় 50% বলে দাবি করা হয়েছে।
গ্যারান্টেড এডিশন
এলআইসি বীমা রত্ন প্রকল্পে, ন্যূনতম পাঁচ লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনি এই বীমাটি 15, 20 এবং 25 বছরের জন্য করতে পারেন। এক্ষেত্রে, প্রথম থেকে পঞ্চম বর্ষের মধ্যে জমা অর্থের ওপর আপনাকে অতিরিক্ত 1050 টাকা দেবে এলআইসি, এই অর্থের পরিমাণ ষষ্ঠ থেকে দশম বছরে বৃদ্ধি পেয়ে হবে 1055 টাকা এবং পরবর্তী 15 বছরের জন্য সেই অর্থের পরিমাণ দাঁড়াবে 1060 টাকা।
ন্যূনতম মাসিক প্ল্যান
এর অধীনে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক কিস্তি রয়েছে। ন্যূনতম মাসিক কিস্তি হল 5,000 টাকা, যেখানে তিনমাসে কিস্তি 15,000, অর্ধ-বার্ষিক 25,000 এবং বার্ষিক 50,000 টাকা।