LIC-তে রয়েছে বিনিয়োগ? বড় ঘোষণা করল বীমা সংস্থা, জেনে নিন আগেভাগে

বাংলাহান্ট ডেস্ক : প্রজন্মের পর প্রজন্ম ধরে আর্থিক সুরক্ষার ভরসা জুগিয়েছে এলআইসি বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। সাধারণ ভারতীয় পরিবারে এলআইসির প্রতি বিশ্বাস এখনো অটুট। অনেকেই মনে করেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যেমন সহজেই লাভের মুখ দেখা যায়, তেমনই নিমেষে কষ্টার্জিত টাকা সেখান থেকে হাওয়াও হয়ে যেতে পারে।

এলআইসি’র (Life Insurance Corporation of India) নতুন পরিকল্পনা

তাই অনেকেই নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন এলআইসিকে (LIC)। কম ঝুঁকির নিশ্চিত রিটার্নের সেরা মাধ্যম হয়ে উঠেছে এলআইসি। এবার বিনিয়োগকারীদের আস্থা আরও খানিকটা বাড়াতে এলআইসি নিল নতুন উদ্যোগ। সংস্থার তরফ থেকে মার্কেটিং প্রযুক্তি সংক্রান্ত একটি নতুন প্ল্যাটফর্ম শুরু করার ঘোষণা করা হয়েছে সম্প্রতি।

আরোও পড়ুন : পাহাড়ের গা বেয়ে পড়া জল দিয়ে তেষ্টা নিবারণ! অবাক করবে পুরুলিয়ার দুই হতদরিদ্র গ্রামের বাস্তব ছবি

সংস্থার কর্ণধার সিদ্ধার্থ মহন্তী জানান, ‘এই নয়া পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল দুনিয়া পা রেখেছে আমাদের সংস্থা। বিমা সেক্টরের জগতে LIC-কে বিশ্ব দরবারে নিজেদের অস্তিত্ব ফুটিয়ে তুলতে অনেকটাই সাহায্য় করবে এই নতুন মাধ্যম। পাশাপাশি, এজেন্টদের সঙ্গেও গ্রাহকদের যোগাযোগও বৃদ্ধি পাবে এর মাধ্যমে।’

আরও পড়ুন : ৪% DA পেয়ে খুশিতে আত্মহারা! মমতাকে ধন্যবাদ জানাতে সোমে যা করছে সরকারি কর্মীদের সংগঠন

নয়া এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে LIC-এর প্রোজেক্ট ডিভার আওতায়। নতুন এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে মার-টেক, যেটির সম্পূর্ণ অর্থ মার্কেটিং টেকনোলজি। নয়া এই প্রযুক্তির মাধ্যমে এজেন্ট ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরো শক্তিশালী হবে। এই বিমা সংস্থার প্রতি আগ্রহ বাড়বে নতুন প্রজন্মের।

Life Insurance Corporation of India new plan

প্রসঙ্গত উল্লেখ্য, বিধিবদ্ধ আইনি নিয়ম মেনেই পথচলা শুরু করে এলআইসি (Life Insurance Corporation of India)। ১৯৫৬ সালের ১৮ জুন  ভারতীয় জীবন বিমা নিগমকে স্বীকৃতি প্রদান করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি। বর্তমানে ৮টি ক্ষেত্রীয় কার্যালয়, ১১৩ টি মণ্ডল কার্যালয় ও ২০৪৮ টি শাখা কার্যালয় নিয়ে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্রয়ত্ত এই বিমা সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর