অবিশ্বাস্য! প্রতি মাসে মহিলারা পাবেন ৭,০০০ টাকা, LIC-র এই দুর্ধর্ষ স্কিমই করে দেবে মালামাল

বাংলা হান্ট ডেস্ক: দেশের বিনিয়োগকারীদের কাছে অন্যতম ভরসাযোগ্য নাম হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) তথা LIC। সময়ের সাথে তাল মিলিয়ে বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ পলিসি সামনে আনে এই সংস্থা। এবার এই সরকারি বিমা কোম্পানি মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম শুরু করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই স্কিমটির মাধ্যমে মহিলারা প্রতিমাসে কমপক্ষে ৭,০০০ টাকা করে পাবেন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প শুরু করেছিলেন। যেটির নাম হল বীমা সখী। যা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন দ্বারা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য শুরু করা হয়েছে।

দুর্ধর্ষ স্কিম LIC (Life Insurance Corporation of India)-র:

বিমা সখী যোজনার লক্ষ্য হল ১ বছরের মধ্যে এই প্রকল্পের অধীনে ১,০০,০০০ বিমা সখী যুক্ত করা। যাতে গ্রামীণ মহিলাদের বিমা এজেন্ট হওয়ার মাধ্যমে জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়া এবং গ্রামে বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ঘটানো। LIC (Life Insurance Corporation of India) বিমা সখী প্রকল্প শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করবে না, এর পাশাপাশি ভারতের সুবিধাবঞ্চিত এলাকায় ওই বিমা পৌঁছে যেতেও সদর্থক ভূমিকা পালন করবে।

LIC-র এই প্রকল্পের লক্ষ্য হল ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা, যাঁরা ন্যূনতম দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছেন তাঁদের স্বাবলম্বী বানানো। LIC (Life Insurance Corporation of India) তার নারী ক্ষমতায়ন অভিযানের অধীনে আগামী ১২ মাসে ১,০০,০০০ বিমা সখী এবং ৩ বছরে ২,০০,০০০ বিমা সখী নথিভুক্ত করার পরিকল্পনা করেছে।

Life Insurance Corporation of India new scheme update.

এই স্কিমের বিশেষত্ব: জানিয়ে রাখি যে, LIC-র এই স্কিমে অংশগ্রহণকারী মহিলাদের পলিসি বিক্রি থেকে অর্জিত কমিশন ছাড়াও শুরুর ৩ বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হবে।
১. মহিলাদের জন্য আনুমানিক মাসিক আয় ৭,০০০ টাকা থেকে শুরু হবে।
২. প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা পাবেন।
৩. দ্বিতীয় বছরে মাসিক পেমেন্ট কমে ৬,০০০ টাকা হবে।
৪. তৃতীয় বছর এই পরিমাণ কমে ৫,০০০ টাকা হবে।
৫. যাঁরা সেল টার্গেট অর্জন বা অতিক্রম করতে পারবেন তাঁদের অতিরিক্ত কমিশন ভিত্তিক ইনসেনটিভ দেওয়া হবে।
৬. সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে। এছাড়াও, LIC (Life Insurance Corporation of India) দ্বারা এজেন্টদের প্রশিক্ষণও দেওয়া হবে। এই প্রোগ্রামে নথিভুক্ত করার মাধ্যমে, মহিলারা প্রথম ৩ বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং আর্থিক সাক্ষরতা সহায়তা পাবেন। স্নাতক বিমা সখীদের LIC এজেন্ট হিসাবে কাজ করার সুযোগ থাকবে এবং কোম্পানির মধ্যে তাঁরা উন্নয়ন কর্মকর্তার ভূমিকার জন্যও যোগ্য হতে পারে।

আরও পড়ুন: নয়া চমক Tata Motors-এর! স্পোর্টি লুক ও স্মার্ট ফিচার্স সহ লঞ্চ হল এই CNG গাড়ি, দাম মাত্র এত টাকা

কারা আবেদন করতে পারেন: ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এই প্রোগ্রামের জন্য আবেদন করার যোগ্য। এর জন্য ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি পাশ এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, এই প্রকল্পের অধীনে, বিদ্যমান এজেন্ট এবং কর্মচারীদের আত্মীয়রা অযোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন: পাকিস্তানে চরম সঙ্কট! ভারতের হাত ধরেই “স্বাধীন” হতে চলছে বালুচিস্তান? ব্যাপারটা কী?

কিভাবে অনলাইনে আবেদন করবেন: প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জমা দিতে পারেন। রেজিস্ট্রেশনের বিশদ বিবরণ এবং আবেদনপত্র LIC (Life Insurance Corporation of India)-র অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। যেখানে উপযুক্ত নথি অনুযায়ী আবেদন করা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর