বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) (Life Insurance Corporation of India)। ছোট থেকে বড়, সব ধরনের মানুষের কথা চিন্তা করে এলআইসি (LIC) মাঝেমধ্যে নিয়ে আসে বিভিন্ন পলিসি। খুব অল্প পরিমাণ টাকা সঞ্চয় করে এই পলিসিগুলি থেকে মিলতে পারে মোটা রিটার্ন।
LIC’র (Life Insurance Corporation of India) বিশেষ পলিসি
এলআইসি-র (Life Insurance Corporation of India) জীবন প্রগতি নীতি তেমনই একটি স্কিম (Scheme)। এই স্কিমে আপনারা প্রতিদিন মাত্র ২০০ টাকা করে জমিয়ে পেতে পারেন ২৮,০০,০০০ টাকা!এলআইসি’র (Life Insurance Corporation of India) জীবন প্রগতি প্ল্যানে বিনিয়োগকারীরা এক লপ্তে পেতে পারেন মোটা টাকা।
আরোও পড়ুন : প্রযোজনা সংস্থার সাথে চুক্তি ভেঙে বিপাকে আদৃত! বন্ধ ‘পাগলপ্রেমী’র শুটিং?
পাশাপাশি এই স্কিমে থাকে রিস্ক কভারেজ। সর্বনিম্ন ১২ বছর বয়স থেকে এই স্কিমে (Scheme) এন্ট্রি নেওয়া যায়। LIC’র (Life Insurance Corporation) এই স্কিমে নাম নথিভুক্ত করার জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর। এই স্কিমে প্রতি পাঁচ বছরে বৃদ্ধি পায় বিনিয়োগকারীর রিস্ক কভারেজ। অর্থাৎ পাঁচ বছরে বৃদ্ধি পায় প্রাপ্ত পরিমাণ টাকা।
আরোও পড়ুন : এক ক্লিকেই বাড়ির সামনে হাজির খাবার! ডেলিভারি বয়দের দৈনিক আয় কত জানেন?
এছাড়াও ডেথ বেনিফিটের মাধ্যমে বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনিকে একত্রে প্রদান করা হয় সাধারণ প্রত্যাবর্তনমূলক বোনাস এবং চূড়ান্ত বোনাস। এই স্কিমে বিনিয়োগকারী যদি প্রতিদিন ২০০ টাকা করে জমান তাহলে প্রতি মাসে মোট তিনি ৬০০০ টাকা বিনিয়োগ করবেন। হিসাব অনুযায়ী এক বছরে ওই বিনিয়োগকারী বিনিয়োগ করবেন মোট ৭২ হাজার টাকা।
২০ বছরের জন্য যদি এই বিনিয়োগ করা হয় তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৪,৪০,০০০ টাকা। এই পলিসির সমস্ত সুবিধা যুক্ত করলে মোট রিটার্ন আসবে প্রায় ২৮ লক্ষ টাকা! ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যায় এই পলিসিতে। এই স্কিমের নূন্যতম নিশ্চিত পরিমান ১.৫ লক্ষ টাকা এবং এটিতে নেই কোনও সর্বোচ্চ সীমা।