জমান ২ লাখ, রিটার্ন মিলবে ১৩ লক্ষ টাকা! অবাক লাগছে? দুর্দান্ত স্কিম নিয়ে হাজির LIC

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের জন্য বেছে নেন ব্যাংকের ডিপোজিটকে। ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পর পাওয়া যায় নির্দিষ্ট পরিমাণ সুদ। ঠিক তেমনই একটি প্ল্যান রয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation of India)। আজকে LIC বিনিয়োগ নিয়েই প্রতিবেদনটি থাকল।

LIC Single Premium Endowment Plan নামক এই স্কিমটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত। এই স্কিমে একবার দু লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ১৩ লক্ষ টাকার রিটার্ন। এই স্কিমে (Scheme) বিনিয়োগের (Investment) সর্বনিম্ন সময়সীমা ১০ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধা থাকছে এতে।

আরোও পড়ুন : ফের সিকিমের রেললাইন তৈরির কাজ ‘বিশ বাঁও জলে’! নেপথ্যে উঠে এল এক মর্মান্তিক ঘটনা

অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন টার্ম অ্যাসুরেন্স রাইডার, এই দুই ধরনের রাইডার পাওয়া যায় এলআইসির এই স্কিমে। ৯০ দিন বয়স থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়া যায়। এই স্কিম ম্যাচুয়ার হওয়ার সর্বোচ্চ বয়স ৭৫ বছর। এই স্কিমে এককালীন ২.৪ লাখ টাকা বিনিয়োগ করলে ২৫ বছর পর পাওয়া যাবে মোট ১৩.৬২ লাখ টাকা। 

Shares of LIC rose just because the Prime Minister took its name

এই পলিসি কেনার পর যদি পলিসি হোল্ডার ২৪ বছর পর মারা যান তাহলে তার নমিনি পাবেন ম্যাচিউরিটির উপর ১২.৪৭ লাখ টাকা। দুর্ঘটনার কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পাবেন ১৭.৮৭ লাখ টাকা।তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, আপনার বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকির উপর ভিত্তি করে নিতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর