আর নেই চিন্তা! দৈনিক ২০০ টাকা জমিয়েই হয়ে যান লাখপতি, LIC-র এই পলিসি বদলে দেবে জীবন

বাংলাহান্ট ডেস্ক : কোটি কোটি ভারতীয় নাগরিকের কাছে বিশ্বাসের অন্যতম একটি নাম লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বা এলআইসি। সব ধরনের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের পলিসি মাঝেমধ্যেই লঞ্চ করে এলআইসি। সামান্য কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করে এলআইসির পলিসির মাধ্যমে সুরক্ষিত করতে পারেন আপনার ভবিষ্যৎ।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation of India) চমক

ছেলে-মেয়ের পড়াশোনা হোক কিংবা অবসরকালীন সুবিধা, এলআইসির (Life Insurance Corporation of India) একাধিক পলিসির মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের প্ল্যানটি। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি এলআইসির (LIC) ‘জীবন আনন্দ পলিসি’ সম্পর্কে। এই পলিসিতে প্রতিদিন মাত্র ২০০ টাকা করে জমালে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ২০ লক্ষ টাকার তহবিল।

আরোও পড়ুন : একধাক্কায় কমল ৫ ডিগ্রি! বাংলায় আর কতদিন থাকবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

তবে আরো বড় মাপের তহবিল তৈরি করার জন্য প্রতিদিন আপনাকে আরো বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। ‘জীবন আনন্দ পলিসি’তে (Jeevan Anand Policy) নূন্যতম বিমাকৃত অর্থের পরিমাণ এক লক্ষ টাকা। তবে সর্বোচ্চ সীমার বাঁধাধরা নিয়ম নেই এই পলিসিতে। বিনিয়োগকারী নিজেদের ইচ্ছামত তহবিলের পরিমাণ বৃদ্ধি করতে পারেন।

আরোও পড়ুন : আবাসের টাকা পেয়েও শান্তি নেই! বাড়ি তৈরী করতে গিয়ে মহা সমস্যায় গড়বেতার মানুষ

‘জীবন আনন্দ পলিসি’তে বড় তহবিল তৈরি করার জন্য প্রধান ফ্যাক্টর বিনিয়োগকারীর বয়স ও সময়সীমা। ধরা যাক, বর্তমানে আপনার বয়স ২১ বছর। যদি আপনি ২০ লক্ষ টাকার তহবিল তৈরি করতে চান তাহলে আপনাকে ৩০ বছর ধরে প্রতিমাসে জমাতে হবে ৫,৯২২ টাকা, অর্থাৎ প্রতিদিন ১৯৭ টাকা। যারা দীর্ঘমেয়াদী পলিসিতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এলআইসির ‘জীবন আনন্দ পলিসি’।

Life Insurance Corporation of India scheme

পলিসি চলাকালীন যদি বিমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে মৃত ব্যক্তির নমিনিকে প্রদান করা হবে মূল বিমাকৃত অর্থের ১২৫ শতাংশ অথবা মৃত্যু পর্যন্ত প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতংশ। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ১৫ থেকে ৩৫ বছর মেয়াদের ‘জীবন আনন্দ পলিসি’তে বিনিয়োগ শুরু করতে পারেন আজই। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধাও রয়েছে এই পলিসিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর