৪৫ টাকা বিনিয়োগেই মিলবে ২৫ লাখ! এও কী সম্ভব? চমকে দেওয়া প্ল্যান নিয়ে আসল LIC

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সকলের উচিত সঠিক মাধ্যমে বিনিয়োগ করা। অনেকেই রয়েছেন যারা বিনিয়োগের জন্য সেরা মাধ্যম খুঁজছেন। আমাদের দেশের বহু মানুষ বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নেন দেশের প্রাচীন বীমা সংস্থা এলআইসিকে (Life Insurance Corporation)।

এলআইসির (Life Insurance Corporation) বিশেষ স্কিম

মাঝেমধ্যেই বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় স্কিম নিয়ে আসে এলআইসি (Life Insurance Corporation)। আজ আপনাদের এলআইসির (LIC) এমন একটি স্কিম সম্পর্কে জানাতে চলেছি যেখানে মাত্র ৪৫ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়। আজ আমরা এলআইসি জীবন আনন্দ (LIC Jeevan Anand) পলিসি সম্পর্কে জানব।

আরোও পড়ুন : মাসে ইনকাম ৭০ হাজার! বাড়িতে বসেই মিলবে কাঁড়ি কাঁড়ি টাকা, আজই শুরু করুন এই ব্যবসা

সব থেকে অবাক করে দেওয়া কথা হল মাত্র ৪৫ টাকা করে জমিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন ২৫ লক্ষ টাকার ফান্ড। টার্ম পলিসি (Term Policy) হওয়ার ফলে এই প্ল্যান গ্রাহকদের দিয়ে থাকে একাধিক সুবিধা। দুর্ভাগ্যবশত পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে দেওয়া হয় ১২৫ ডেথ বেনিফিট। জীবন আনন্দ পলিসির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক।

আরোও পড়ুন : হলুদ বা লাল কিন্তু নয়! এটাই হচ্ছে সূর্যের আসল রং! সঠিক উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও

নূন্যতম ৬.২৫ লক্ষ টাকার রিস্ক কভারেজ দেওয়া হয় পলিসি হোল্ডারকে, এটি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ১৫ থেকে ৩৫ বছর পর্যন্ত এই প্ল্যানের ম্যাচিউরিটির মেয়াদ। নূন্যতম Sum Assured ১ লক্ষ টাকা হয়ে থাকে এই প্ল্যানে। ৪৫ টাকা (Life Insurance Corporation) বিনিয়োগ (Investment) করে কীভাবে ২৫ লক্ষ টাকা পাবেন? ধরা যাক ৩০ বছর বয়সী এক ব্যক্তি এই LIC পলিসি কিনেছেন।

image

তিনি যদি প্রতিদিন ৪৫ টাকা করে অর্থাৎ মাসে ১৩৪১ টাকা প্রিমিয়াম দেন তাহলে ৩৫ বছর পর Sum Assured হবে ৫ লক্ষ টাকা। এই Sum Assured এর সাথে ৮.৫ লক্ষ টাকার বোনাস ও ১১.৫০ লক্ষ টাকার অতিরিক্ত বোনাস পেয়ে যাবেন বিনিয়োগকারী। অর্থাৎ আপনি যদি প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে সঞ্চয় করতে পারেন, তাহলে সহজেই ২৫ লক্ষ টাকার রিটার্ন পাবেন এই পলিসি থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর