দুর্গাপুরে বাসের উপর লাফিয়ে বেড়াচ্ছে স্পাইডার ম্যান, ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্কঃ মুঠোয় ফোনবন্দী থাকার কারণে প্রতিদিনই আমরা নানান ধরনের ভাইরাল ভিডিও (viral video) দেখতে পাই। তা যেমন কখনও হয় মজাদার, আবার কখনও হয় না শিক্ষণীয়। আবার কিছু ভাইরাল ভিদিও দেখে অনুপ্রাণিতও হয় অনেক মানুষ, আবার আবেগেও ভেসে যান অনেকেই।

তবে স্যোশাল মিডিয়ার দৌলতে ফোন খুলতেই নানান ধরনের মজাদার ভিডিও দেখা যায়। আর তা যদি একবার মনে ধরে যায়, তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। সেরকমই বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হেসেই গড়িয়ে পড়ল নেটিজনরা।

আগে দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও-

https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=217226747173210

ভিডিওটি সম্ভবত দুর্গাপুরের। দেখা যায় সেখানে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে জীবন স্পাইডার ম্যান। শুধু তাই নয়, বাসের উপর দাঁড়িয়ে নানা ধরনের অঙ্গিভঙ্গি করতেও দেখা যায় তাঁকে। তারপর পাশ দিয়ে আরও একটি বাস এলে, সেই বাসের উপরও লাফ দিয়ে উঠে পড়ে স্পাইডার ম্যান।

এই মজাদার ভিডিওটি সম্ভবত সেখানে উপস্থিত কেউ ক্যামেরা বন্দী করে নেন এবং পরবর্তীতে তা স্যোশাল মিডিয়ায় শেয়ার করে দেন। আর তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই মজাদার ভিডিও দেখে হেসে লুটোপুটি খায় নেটদুনিয়ার বাসিন্দারা।

Smita Hari

সম্পর্কিত খবর