২ লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা, আজ ভারতের সবথেকে বড় ডিজিটাল কোম্পানির মালিক

বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশের অন্যতম এক সফল ব্যবসায়ীক প্রতিষ্ঠান Paytm। বিশেষত করোনা কালে এই কোম্পানি আরও অনেকটাই ফুলে-ফেঁপে উঠেছে। লকডাউনে অনলাইন পেমেন্টের মাত্রা বাড়তে থাকায়, Paytm-এর বর্তমান সম্পদ প্রায় তিন বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। তবে এই কোম্পানির মূল কোম্পানি ছিল One97 Communications Ltd। ২০০০ সালে যা প্রতিষ্ঠা করেন বিজয় শেখর শর্মা।

এবার এই ফিনটেক স্টার্টআপ কোম্পানি One97 Communications Ltd-এর IPO (প্রাথমিক পাবলিক অফারিং) আজ অর্থাৎ ৮ নভেম্বর বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এটি দেশের সবথেকে বড় আইপিও হতে চলেছে। জানিয়ে রাখি এই মুহূর্তে প্রায় ১৮৩০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কোম্পানির তরফে। তবে অনেকটা হয়তো বিশ্বাস করতে পারবেন না পেটিএমের মতো বিরাট কোম্পানির এই পেরেন্ট কোম্পানিটির পথ চলা শুরু হয়েছিল দিল্লির ছোট্ট একটি ভাড়া ঘরে।

সেসময় One97 Communications Ltd সংবাদ, ক্রিকেট স্কোর, রিংটোন, কৌতুক এবং পরীক্ষার ফলাফল অনলাইনে দেখানোর ব্যবস্থা করেছিল। কিন্তু মোটামুটিভাবে জনপ্রিয় হলেও এই অ্যাপ থেকে টাকা রোজগার করতে পারছিলেন না মালিক বিজয় শেখর শর্মা। তার বাবা ছিলেন একজন সাধারন স্কুল মাস্টার। বিজয়ও দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছিলেন। কিন্তু কলেজ চলাকালীনই একটি ওয়েবসাইটও তৈরি করে ফেলেন তিনি, যা পরে দু লক্ষ টাকায় বিক্রি হয়।

সেই থেকেই একটি নতুন কোম্পানি তৈরির দিকে ঝুঁকে পড়েন তিনি। জমানো দু’লক্ষ টাকা দিয়ে শুরু হয় কোম্পানির ভিত্তি স্থাপন। একাধিক ইন্টারভিউতে এর আগেও বিষয়ে বলেছেন, সে সময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে এরা ২৪ শতাংশ সুদে তাকে ৮ লক্ষ টাকা ধার নিতে হয় কোম্পানি চালানোর জন্য। যদিও এর পর তার জীবনে দেবদূতের মতো উদয় হন এক ভদ্রলোক। তিনি বিজয়কে কার্যত একটি চ্যালেঞ্জ দিয়ে বসেন। তিনি বলেন বিজয় যদি লোকসানে ভুগতে থাকা টেকনোলজি কোম্পানিটিকে একবার লাভের মুখ দেখাতে পারেন তাহলে বিজয়ের One97 Communications Ltd-এ বিনিয়োগ করবেন তিনি।

images 2021 11 08T193247.994

এই চ্যালেঞ্জে জিতে যান বিজয়, ফলত তার কোম্পানির ৪৭% বিনিয়োগের ভার নেন ওই ভদ্রলোক। তারপরেই ধীরে ধীরে ২০১১ সালে জন্ম হয় পেটিএম-এর। বিজয় জানান সে সময় আমাদের মাথায় একাধিক আইডিয়া ছিলো, কিন্তু শেষ পর্যন্ত আমরা অনলাইন পেমেন্টকেই বেছে নিই। করোনার পর এই কোম্পানির বর্তমান মূল সম্পদ দাঁড়িয়েছে ২.৪ বিলিয়ন ডলার।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর