লিফট ছিঁড়ে পড়ল ১৮০০ ফুট নিচে! HCL-র খনিতে ভয়াবহ বিপর্যয়, আটকে কলকাতার ভিজিল্যান্স টিমসহ ১৪

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের ঝুনঝুনুতে বড়সড় দুর্ঘটনা। ঝুনঝুনুর খেত্রী এলাকায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের (HCL) কোলিহান খনিতে লিফট ছিঁড়ে (Lift Collapse) বিপর্যয়। হঠাৎই লিফট মেশিনটি ১৮০০ ফুট নিচে পড়ে যায়। এখনও খনিতে আটকে ১৪ জন। যার মধ্যেই রয়েছেন কলকাতা থেকে আসা ইন্সপেকশন টিমের সদস্যরাও (Vigilance Team From Kolkata)। রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই ভিজিল্যান্স দল খনিতে প্রবেশ করে। খনি থেকে বের হওয়ার সময় রাত ৮টার দিকে লিফটের চেইন ভেঙে যায়। এরপরই তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। খনির ৫৭৭ মিটারে আটকে রয়েছেন ১৪ জন। তারা সকলেই ওই খাদানে আটকে রয়েছেন। কাউকেউদ্ধার করা না গেলেও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী হতাহতের কোনো তথ্য নেই।

   

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আশেপাশের ৪টি থানার পুলিশ, উদ্ধারকারী টিম এসে পৌঁছয়। জোর তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রয়েছে। আশেপাশের হাসপাতালগুলিতে চিকিৎসকদের জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জানা যাচ্ছে, হিন্দুস্তান কপার লিমিটেডের ওই খনির রক্ষণাবেক্ষণ কেমন হয়, তা পর্যবেক্ষণ করতেই কলকাতা থেকে ওই টিম খনিতে পৌঁছেছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, লিফট বিভ্রাটে আটকে পড়া সকলেই নিরাপদে রয়েছেন। আর কয়েক ঘণ্টার মধ্যেই সকলকে সুস্থভাবে বের করে আনা হবে বলে আশা করা হচ্ছে।

hcl 2

আরও পড়ুন: ফের শুরু দহন জ্বালা! আজ বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়: আবহাওয়ার খবর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিন্দুস্তান কপার লিমিটেডের ওই খনিতে আটকে পড়়েছেন কলকাতার এইচসিএলের ভিজিল্যান্স টিম এবং খেত্রী কপার কর্পোরেশনের মোট ১৪ জন। যার মধ্যে রয়েছেন পান্ড্য (সিবিও), জিডি গুপ্তা (কেসিসি ইউনিট প্রধান), ভি ভান্ডারি (ডিএসএম), এ কে শর্মা, কেএস সেহলট, রমেশ কুমার, এ কে বাইহরা, বিনোদ শেখাওয়াত, এএ ভান্ডারি, এন সহায়, প্রীতম সিং, বিকাশ পারীক, হানসি রাম প্রমুখ। সবাইকে উদ্ধারের কাজে নেমেছে চিকিৎসকসহ উদ্ধারকারী দল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর