গোয়ায় রাতে বনজুড়ে মায়াবী আলো ছড়াচ্ছে অদ্ভুত ব্যাঙের ছাতা

বাংলা হান্ট ডেস্কঃ   অনেক রকমের মাশরুমের (mushroom) কথাই আমরা জানি। কিন্তু এমন কোনো মাশরুমের কথা শুনেছেন কি যা রাতে আলো ছড়ায়! এমনই মাশরুম প্রাকৃতিক ভাবে জন্ম নিচ্ছে গোয়ার (goa) মাডেই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে।

images 22 10

ওয়াইল্ড লাইফ স্যানচুরি রাতের অন্ধকারে মায়াবী আলোতে ভরে ওঠে এই মাশরুমের কল্যানেই যার পোশাকি নাম বায়ো লুমিনিসেন্ট মাশরুম। রাতের দিকে হালকা নীল ও বেগুনি আলোতে এই মাশরুম ভরিয়ে দেয় চারপাশ।

images 20 12

এই মাশরুমের বিজ্ঞানসম্মত নাম মাইসিনা জিনস। রাতের তাপমাত্রা ২১ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকলেই জ্বলে ওঠে এই মাশরুম।

images 21 5

গোয়ার এই অভয়ারণ্যে ব্যাপক হারে জন্মাচ্ছে এই মাশরুম। রাতে আলো দেখেই প্রথম এই ঘটনাটি স্থানীয়রা জানতে পারেন। দ্রুত বিশেষজ্ঞদের খবর দেন তারা।

 

সম্পর্কিত খবর