অশনি সঙ্কেত! আমফানের আগেই উড়ে গেলো পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে করোনা মহামারীর আতঙ্কে জেরবার গোটা বিশ্ব, প্রভাব পড়েছে গোটা দেশে৷ ঠিক তখনই বাংলা ও ওডিশার চিন্তা বাড়িয়ে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়৷ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপর শক্তি সঞ্চয় করলেও এখনও স্থলভাগের প্রভাব ফেলেনি৷ কিন্তু, ঘূর্ণিঝড় ধেয়ে আসার আগেই এবার উড়ে গেল পুরীর (puri) জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা৷

আজ, সোমবার বিকেল পাঁচটা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরের মূল মন্দিরের ধ্বজা হাওয়ায় উড়ে যায়৷ ঘটনায় প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার কথা জানাজানি হতেই নতুন করে লাগানো হয় ধ্বজা৷

puri

স্থানীয়দের দাবি, আজ বিকেল পাঁচটা নাগাদ হাওয়ার গতিবেগ খুব বেশি না৷ কিন্তু তা সত্ত্বেও হঠাৎ পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath temple) মূল মন্দিরের উপরে থাকা ধ্বজা হঠাৎ বাতাসে উড়ে যায়৷ কিন্তু এ যাবৎকালে কখনও এমনটা ঘটেনি৷ পুরীর জগন্নাথ মন্দিরের উপর লাগানো থাকে ধ্বজা৷ এই ধ্বজা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস৷ কিন্তু সেই ধ্বজা আজ হঠাৎ উড়ে যায়৷ হাওয়া গতিবেগ কম থাকা সত্বেও হঠাৎই মন্দিরের ধ্বজা উড়ে যায়৷ এই ঘটনার ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের নজরে এসেছে৷

পুরীর মন্দিরে জগন্নাথদেব যতক্ষণ মন্দিরে থাকেন, ততক্ষণ এই মন্দিরের মাথার ওপর লাগানো থাকে ধ্বজা৷ ধ্বজা না থাকলে জগন্নাথ দেবের সেবার কোন কাজ হয় না৷ এই ঘটনার কথা জানাজানি হতেই নতুন করে ধ্বজা লাগানো হয়৷ কীভাবে ধ্বজা উড়ে গেল, খতিয়ে দেখার কাজ শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ৷ এর আগে গত মাসে হঠাৎ জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজায় আগুন লেগে যায়৷ অনুমান শর্ট সার্কিট থেকে মন্দিরের ধ্বজা আগুন লেগে লেগেছিল৷ এরপর আজ মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার ঘটনা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে৷


সম্পর্কিত খবর