বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। একুশের বিধানসভা ভোটের পর রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিগত ৩ বছরে এর জনপ্রিয়তা হু হু করে বৃদ্ধি পেয়েছে। রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে নজর কেড়েছে এই প্রকল্প। এবার যেমন এক স্কিমে মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল।
লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে প্রকল্প চালু করেছে একাধিক রাজ্য
লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে রাজ্যের সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের ১২০০ টাকা করে দেয় সরকার (Government of West Bengal)। ভোটবাক্সে তৃণমূলের চোখধাঁধানো সাফল্যের নেপথ্যে এই স্কিমের অনেকখানি ভূমিকা রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে। এবার বিহারের ক্ষমতা দখল করতে লালু প্রসাদ যাদবের দলের তরফ থেকেও এমন স্কিম চালুর প্রতিশ্রুতি দেওয়া হল।
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) ‘ফর্মুলা’য় একাধিক রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে শাসকরা। সদ্য আয়োজিত মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সেই ছবি দেখা গিয়েছে। সম্প্রতি দিল্লিতেও এই ‘ফর্মুলা’কে হাতিয়ার করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার সেই পথেই হাঁটল লালু প্রসাদের আরজেডি।
আরও পড়ুনঃ অবিলম্বে বন্ধ করুন! বেজায় ‘ক্ষুব্ধ’ বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
সম্প্রতি লালু-পুত্র তেজস্বী যাদব ঘোষণা করেন, বিহারে তাঁদের দল সরকার গড়লে ‘মাই বেহেন মান যোজনা’ চালু করা হবে। আগামী বছরের ভোটে আরজেডি জয়ী হলে এক মাসের মধ্যে এক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, এই স্কিমের অধীন আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ বিধানসভা ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেন তিনি। প্রথমে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের ১০০০ টাকা করে দিত সরকার। চলতি বছর লোকসভা ভোটের আবহে সেই অঙ্কটা বাড়ানো হয়। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেওয়া হচ্ছে।