বাংলাহান্ট ডেস্ক: অস্কারের মঞ্চে বিশ্বের একাধিক প্রয়াত শিল্পীদের নামের তালিকায় হারিয়ে গিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত এক দু বছরে দেশের বিভিন্ন প্রান্তের যেসব শিল্পীরা ইহলোক ত্যাগ করেছেন, তাঁদের শ্রদ্ধা জানানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। কিন্তু আশ্চর্যজনক ভাবে বাদ পড়েন নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। গ্র্যামির (Grammy Awards) মঞ্চেও দেখা গেল একই দৃশ্য।
রবিবার লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান গ্র্যামি ২০২২। সেখানে প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণার সময়ে এক বারের জন্যও নাম উচ্চারণ করা হয়নি লতা মঙ্গেশকরের। ব্রাত্য ছিলেন প্রয়াত বাপ্পি লাহিড়ীও। পরবর্তীকালে ওয়েবসাইটে শ্রদ্ধা জানানো হয় দুই কিংবদন্তিকে।
ঘটনায় ক্ষোভের পাশাপাশি হতবাক ভারতীয়রা। বিশ্বের সেরার সেরাদের মধ্যে একজন ছিলেন লতা মঙ্গেশকর। এমন একজন মানুষকে শ্রদ্ধা জানানোর কথা ভুলে যায় কীভাবে গ্র্যামি কর্তৃপক্ষ? অনেকেই দাবি করেছেন, বিষয়টা অত্যন্ত লজ্জাজনক। টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে লতা মঙ্গেশকরের নাম।
#LataMangeshkar
And why are we disappointed that white pervs (and now some black people as well) dont recognise #LataMangeshkar?#GrammyAwards and #Oscar2022 take a walk
We are 140 crore people
Thats 1.4 billion
We love and cherish #LataMangeshkar #DilipKumar
And that is enough— Rajiv Kunwar Bajaj (@rkbnow) April 4, 2022
অস্কারের মঞ্চে লতা ছাড়াও প্রয়াত অভিনেতা দিলীপ কুমারকেও শ্রদ্ধা জানানো হয়নি। গত বছরের জুলাইতে প্রয়াত হয়েছেন তিনি। হিন্দি সিনেমার একজন অন্যতম পথপ্রদর্শক ছিলেন দিলীপ কুমার। ৯৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা একাধিক নামে বিখ্যাত চলচ্চিত্র জগতে। ভারতের প্রথম ‘মেথড অভিনেতা’, ট্র্যাজেডি কিং বলা হত তাঁকে।
https://twitter.com/Deeps628/status/1510864787189555203?t=6DLtIhC_BC8b2PdS8u70JA&s=19
৫৪ বছরের ফিল্মি কেরিয়ারে সেরা অভিনেতা হিসাবে ৮ টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন দিলীপ কুমার। এছাড়াও পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। অন্যদিকে পদ্মভূষণ, পদ্ম বিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল লতা মঙ্গেশকরকে।