অসুস্থতার মধ্যেও জোর করে শুটিং, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লিলি চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক : গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, বিগত ১২ দিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। পুজোর আগে সিরিয়ালের শুটিংয়ের সময়েও অসুস্থ ছিলেন লিলি (Lily Chakraborty)। তা সত্ত্বেও জোর করে তিনি শুটিং করেন বলে খবর।

অসুস্থতার মধ্যেও শুটিং করেছেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)

দুর্গাপুজোয় টানা কয়েকদিন স্টুডিও পাড়া বন্ধ থাকার কারণে আগে থেকেই এপিসোড ব্যাঙ্কিং করে রাখা হয়। সেই মতো পুজোর আগে ‘নিম ফুলের মধু’র সেটেও ছিল চূড়ান্ত ব্যস্ততা। জানা যাচ্ছে, সে সময় থেকেই নাকি অসুস্থ ছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। তা সত্ত্বেও তিনি চালিয়ে গিয়েছিলেন শুটিং। এ বিষয়ে সিরিয়াল কর্তৃপক্ষ জানান, বর্ষীয়ান অভিনেত্রী নিজেই নাকি শুটিং করতে চেয়েছিলেন। তাই বাড়তি সতর্কতা নিয়েই নাকি লিলি চক্রবর্তীর (Lily Chakraborty) সঙ্গে শুটিং হয়েছিল।

আরো পড়ুন : সুদীপাকে সরিয়ে সঞ্চালিকা কনীনিকা, কত উঠল TRP? দর্শকরা আদৌ দেখছেন ‘রান্নাঘর’?

হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি

খবর বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বিগত ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। তবে চিন্তার কোনো কারণ নেই। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে বলে খবর।

আরো পড়ুন : মুখ দেখাদেখি বন্ধ ছিল একসময়, ‘মার্ডার’এ ঘাম ছোটানোর ২০ বছর পর ফের জুটি বাঁধছেন ইমরান মল্লিকা!

আগেও অসুস্থ হয়েছেন তিনি

উল্লেখ্য, এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। দীর্ঘদিন নিম ফুলের মধুর সেটে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীকে ছাড়া শুটিং করা হলেও সকলেই মিস করছিলেন তাঁকে। এমনকি সিরিয়ালের সকলেই এক বাক্যে বলেছিলেন, লিলি চক্রবর্তীকে বদলে দেওয়ার প্রশ্নই আসে না। তিনি সুস্থ হয়ে ফিরেই আবার যোগ দেবেন শুটিংয়ে।

Lily Chakraborty

শোনা যায়, একাকীত্ব থেকে দূরে থাকার জন্যই নাকি শুটিংয়ে বেশি সময় কাটাতে চান লিলি চক্রবর্তী। তাঁর দৃশ্য না রাখা হলে নাকি তিনি অসন্তুষ্টও হন। অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে আবার সেটে ফিরে আসুন তিনি, এমনটাই চান নিম ফুলের মধুর সকলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর