সাফারি জিপের ছাদে উঠে কাঁচ ভাঙার চেষ্টা সিংহর! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও দেখে মনে খুশির সঞ্চার হয় আবার কোনও ভিডিও দেখে আতঙ্কে বুক কেঁপে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যা দেখে হয়ে রীতিমতো কেঁপে উঠেছেন নেটিজেনরা।

এই ভিডিও এক বছরের পুরোনো। কিন্তু এখনও একই রকম ভয়ের সঞ্চার করে এই ভিডিও। দক্ষিণ আফ্রিকার হার্টবিসপুর্ত সাফারি পার্কে তোলা এই ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি সিংহ ঘিরে ধরেছে একটি সাফারি জিপকে। তার মধ্যে একজন উঠে পড়েছে সোজা গাড়ির মাথায়। আঁচড়ে কামড়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টায় রয়েছে সে। এক সময় রিয়ার ভিউ মিরর ভাঙতেও সক্ষম হয় ওই সিংহ। এদিকে গাড়ির ছাদে আস্ত এক সিংহ নিয়ে গাড়ি এগোতে বা পেছোতেও সাহস পাচ্ছেন না সাফারি জিপের চালক।

A white Jeep! My favourite
by u/Roosteryster in AnimalsBeingJerks

শেষে অনেক সাহস করে খুবই ধীর গতিতে গাড়টি পেছন দিকে পেছোতে শুরু করেন জিপের চালক। প্রথমে গাড়ির ছাদে অনড় হয়ে থাকলেও পরে জিপের ইঞ্জিনের শব্দে ভয় পেয়ে জিপ থেকে লাফ মেরে মাটিতে নামে ওই সিংহ। সুযোগ বুঝে জিপ সামনের দিকে চালিয়ে দেন চালক। এই ভিডিও এখন ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা শিউড়ে উঠেছেন ওই সাফারি জিপে থাকা পর্যটকদের কথা ভেবে। কিন্তু জানা গিয়েছে, সুরক্ষিতই ছিলেন সাফারি জিপের মধ্যে থাকা পর্যটকেরা। সবটাই সম্ভব হয়েছে জিপের চালকের উপস্থিত বুদ্ধির জন্য।

lions park

২০১৯ সালের জুলাইতে তোলা হয়েছিল এই ভিডিও। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই সাফারি পার্কের জেনারেল ম্যানেজার আন্দ্রে লা কক জানান, ওই তিন সিংহ সাফারি পার্কে নতুন এসেছিল। তাই গাড়ি দেখে চমকে গিয়ে ওই কাণ্ড করেছে। সম্প্রতি ছত্তিশগড়ের নন্দনভান জঙ্গলে এমনি একটি কাণ্ড দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, টুরিস্ট বাসের পেছনে ছুটছে এক বাঘ।


Niranjana Nag

সম্পর্কিত খবর