বাংলাহান্ট ডেস্কঃ করোনা মোকাবিলায় ফের মেসির মানবিক মুখ দেখলো গোটা বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নামার আগে বার্সেলোনার তারকা ফুটবলার মেসি নিজের জন্ম শহর রোজারিও হাসপাতালে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। সেখানকার হাসপাতলে 50 টি ভেন্টিলেটর দিলেন লিওনেল মেসি।
এই মুহূর্তে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক আকার ধারণ করেছে ল্যাটিন আমেরিকার দেশ গুলিতে। সেই কারণে করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সেখানকার হাসপাতালগুলিতে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওর এক হাসপাতালে 50 টি ভেন্টিলেটর দিলেন লিওনেল মেসি।
করোনার বিরুদ্ধে লড়াই করতে এর আগে 1 মিলিয়ন ইউরো দান করেছিলেন লিওনেল মেসি। সেই অর্থ ভাগ করে দেওয়া হয়েছিল বার্সেলোনার এক হাসপাতাল এবং আর্জেন্টিনার মেডিকেল সেন্টারে। এছাড়াও বেশ কয়েকবার বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর দান করেছিলেন লিওনেল মেসি। অর্থাৎ বিশ্বজুড়ে এই করোনা পরিস্থিতিতে নিজের সামর্থ মত লড়াই করছেন লিওনেল মেসি।