কিংবদন্তিদের একি হাল! বিশ্বের সেরা একাদশে স্থান পেলেন না মেসি-রোনাল্ডো, মাথায় হাত অনুরাগীদের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের দুনিয়ায় কিংবদন্তিদের মধ্যে অন্যতম হলেন লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমগ্র বিশ্বজুড়েই কোটি কোটি অনুরাগী রয়েছে তাঁদের। শুধু তাই নয়, তাঁরা একাধিক দুর্ধর্ষ রেকর্ডের অধিকারীও বটে। মেসি যেমন বিশ্বকাপজয়ী অধিনায়ক ঠিক তেমনিই রোনাল্ডো বিশ্ব ফুটবলের সব থেকে বেশি গোল করার অধিকারী। যদিও, এবার তাঁদের অনুরাগীদের জন্য সামনে এলো একটি মন খারাপের খবর।

বিশ্বের সেরা একাদশে স্থান পেলেন না মেসি (Lionel Messi)-রোনাল্ডো:

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বজুড়ে ফুটবলারদের সংস্থার (ফিফপ্রো) ওয়েবসাইটে প্রতিবছর বর্ষসেরা একাদশ ঘোষিত হয়। এবার বিশ্বের সেরা একাদশে জায়গা হল না লিয়োনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিগত কয়েক বছর ধরে এই দুই কিংবদন্তি স্বাভাবিকভাবেই স্থান পেতেন বর্ষসেরা একাদশে। কিন্তু, এবার তার ব্যতিক্রম ঘটেছে। মেসি-রোনাল্ডোকে বাদ দিয়েই বেছে নেওয়া হয়েছে বিশ্বের সেরা একাদশ।

৭০ টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটের পরিপ্রেক্ষিতে তাঁরা এবার স্থান পাননি। এদিকে, সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের জুড বেলিংহ্যাম। পাশাপাশি, সেরা ১১ জনের মধ্যে রিয়াল মাদ্রিদের ফুটবলাররাই দাপট দেখিয়েছেন। ওই ক্লাবের ৬ জন খেলোয়াড় রয়েছেন এই দলে।

আরও পড়ুন: ধনকুবেরের হাতটান! আচমকাই ২৫৫০০০০০০০০০ টাকা প্রয়োজন আম্বানির, কারণ জানলে চমকে উঠবেন

প্রথম একাদশে কারা আছেন:
স্ট্রাইকার: কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়স জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি)
মিডফিল্ডার: টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যাঞ্চেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি)

আরও পড়ুন: মোদী ম্যাজিক! “যুদ্ধ ভুলে” রাশিয়া-ইউক্রেন একসাথে ভারতের জন্য করল এই কাজ, অবাক গোটা বিশ্ব

ডিফেন্ডার: দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনিয়ো রুডিগার (রিয়াল মাদ্রিদ), ভির্জিল ভান ডিহিক (লিভারপুল)
গোলরক্ষক: এডেরসন (ম্যাঞ্চেস্টার সিটি)

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X