বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৩৬ বছর পর বিশ্বসেরা হয়েছে লিও মেসির আর্জেন্টিনা। কাতারে আয়োজিত বিশ্বযুদ্ধ জয় করে মঙ্গলবার সকলেই আর্জেন্টিনায় ফিরেছে নীল সাদা ব্রিগেড। লিওনেল স্কালোনির শিষ্যদের সাফল্যের কারণে মঙ্গলবার আর্জেন্টিনায় জাতীয় ছুটির দিন পালিত হয়েছে। ভারতীয় সময়ে ভোর চারটে নাগাদ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে মেসিদের বিমান অবতরণ করে।
বিশ্বজয়ী বীরদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন আর্জেন্টাইন ফ্যানরা। মানব সমুদ্রের মধ্যে দিয়েই লিওনেল মেসিদের হুড খোলা বাস ট্রফি নিয়ে। তাদের বাসে করে জনগণের মধ্যে দিয়ে ঘোরার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেসিদের বাসে করে শহর পরিক্রমার মধ্যেই ঘটে গিয়েছে এক মজার ঘটনা, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যখন বাসে করে ঘুরছিলেন তখন সমর্থকদের মধ্যে থেকে একজন নিনজা টার্টেল নামক একটি জনপ্রিয় কার্টুন চরিত্রের খেলনা ছুঁড়ে মারেন মেসিকে উদ্দেশ্য করে। মেসি সেটি লুফে নেন এবং তার পাশে বসা রদ্রিগো ডি পল-কে দেখিয়ে হেসে ফের সেটি ফিরিয়ে দেন ওই সমর্থককে।
| Someone from the crowd threw a stuffed teenage mutant ninja turtle plushy (representing Mbappé) to Messi.
Here is his reaction ⬇️pic.twitter.com/6dB3cEj8Kc
— infosfcb (@infosfcb) December 20, 2022
এই নিনজা টার্টেল জনপ্রিয় কার্টুনটির একটি চরিত্র ‘ডনাটেলো’-কে দেখতে অবিকল ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের মতো। নেইমার সহ অনেক পিএসজি সতীর্থ এবং বিশ্বের অনেক ফুটবলপ্রেমী তাকে ভালোবেসে নিনজা টার্টেল বলেই ডাকে। মেসি নিজেও ব্যাপারটি জানতেন যার জন্য ওই ছুঁড়ে দেওয়া খেলনাটি দেখে তিনি নিজের হাসি চেপে রাখতে পারেননি।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর থেকেই মানুষজন বলতে শুরু করেছেন যে কিলিয়ান এমবাপ্পে স্বয়ং আর্জেন্টিনার ভিকট্রি প্যারেডে উপস্থিত রয়েছেন। ফাইনালে এমবাপ্পে লিওনেল মেসিদের স্বপ্ন প্রায় ভঙ্গ করে ফেলেছিলেন একটি দুর্ধর্ষ হ্যাটট্রিক করে। কিন্তু পেনাল্টি শুট আউটে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের দুর্দান্ত অনুমানক্ষমতায় জয় পায় আর্জেন্টিনা।