হ্যাটট্রিক করে রোনাল্ডোর ক্লাবে ঢুকলেন মেসি! বিরাট জয় পেলো আর্জেন্টিনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: থামানো যাচ্ছে না লিওনেল মেসিকে (Lionel Messi) । গতবছর থেকেই জাতীয় দলের জার্সিতে মহাজাগতিক ফর্মে রয়েছেন তিনি। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, তার পা থেকে গোল আসছে নিয়মিত। বিশ্বকাপের (Qatar World Cup 2022) পোল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs Poland) ম্যাচ বাদ দিয়ে নিজের শেষ ১৪ ম্যাচের প্রত্যেকটিতেই হয় গোল নয়তো অ্যাসিস্ট করেছেন মেসি। দেখা যাচ্ছে যে নিজের শেষ ১৪ ম্যাচে ২১ গোল এবং ৭ অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।

গতকাল রাতে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল খাতায়-কলমে তাদের চেয়ে অনেক দুর্বল দেশ কুরাকাওয়ের। স্বাভাবিকভাবেই এই দেশের বিরুদ্ধে মেসি যে গোল পাবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। কাল ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সেরে নেন মেসি এবং একটি বিশেষ রেকর্ডও গড়ে ফেলেন।

ল্যাটিন আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের গন্ডি টপকে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে মাত্র দুজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের গন্ডি টপকাতে পেরেছেন। এই দুজনের মধ্যে একজন হলেন ইরানের আলী দাই। কিন্তু কয়েক বছর আগেই তাকে টপকে যান এবং ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোল করার সম্মান অর্জন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

cristiano ronaldo 8

এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক গোল সংখ্যা ১২২। লিওনেল মেসি তার চেয়ে কিছু ম্যাচ কম খেলে ১০২ গোল করেছেন। তবে এই মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়ক যেমন ফর্মে রয়েছেন তাতে আর দুই বছর এমন ছন্দ বজায় রাখতে রোনাল্ডোর রেকর্ড ভেঙ্গে দেওয়া তার পক্ষে অসম্ভব হবে না। আর্জেন্টাইন সমর্থকরাও এমনটাই চাইবেন।

অপরদিকে কাল মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন জুলিয়ান আলভারেজ, ডি মারিয়া, মন্তিয়েল, নিকো গঞ্জালেজ। মেসি একটি অ্যাসিস্টও করেছেন গতকাল। সব মিলিয়ে ৭-০ ফলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ২০২৪ সালের জুন মাসের আগে আর্জেন্টিনাকে কোন অফিসিয়াল ম্যাচ খেলতে হবে না। এমন আরও কিছু দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচই খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর