আর নয় অপেক্ষা! আগামী বছর ফের ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? মিলল ধামাকাদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ফুটবল এমন একটি খেলা বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়। শুধু তাই নয়, ভারতে ফুটবলের কোটি কোটি অনুরাগী রয়েছে। সেইসব অনুরাগীদের জন্যই এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটি জানার পর তাঁরা রীতিমতো চমকে উঠবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে ফুটবল দুনিয়ায় অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। যিনি ইতিমধ্যেই একবার ভারত সফরে এসেছিলেন। কিন্তু, তিনি ফের একবার ভারতে আসতে চলেছেন বলে জানা গিয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।

ফের ভারতে আসছেন মেসি (Lionel Messi):

মূলত, লিওনেল মেসি (Lionel Messi) ২০১১ সালে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন। যেখানে তাঁর দল আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে জয়লাভ করে। ওই ম্যাচের জন্যই ভারতে এসেছিলেন মেসি।

Lionel Messi is coming back to India.

এমতাবস্থায়, এই ফুটবল তারকাকে চাক্ষুষ করার জন্য দেশের প্রতিটি কোণ থেকে ফুটবল অনুরাগীরা পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। লক্ষ লক্ষ অনুরাগের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। এবারও ফের সেই উন্মাদনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। শুধু তাই নয়, মেসির (Lionel Messi) আগমনের এই বিষয়টিতে কেরালার সরকারের তরফেও ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মেসি কলকাতাতেও আসতে পারেন বলে জানা গিয়েছে। যদিও, এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: একের পর এক ঝটকা! চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার বিশ্বকাপ খেলতেও পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া

মেসির জাদু দেখা যাবে কেরালায়: তবে, মেসির (Lionel Messi) কেরালায় আসার বিষয়টির পরিপ্রেক্ষিতে কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আবদুরহিমান বুধবার জানিয়েছেন যে কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি সহ আর্জেন্টিনা ফুটবল দল আগামী বছর একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য কেরালায় পৌঁছতে পারেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রীড়ামন্ত্রী বলেছেন যে এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্টটি আয়োজনের জন্য সমস্ত আর্থিক সহায়তা রাজ্যের ব্যবসায়ীরা সরবরাহ করবেন। তিনি এই ঐতিহাসিক আয়োজনের ক্ষেত্রে কেরালার ক্ষমতার প্রতিও আস্থা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে শুরু সফর! প্রথম প্রচেষ্টায় বাজিমাত UPSC-তে, ২২ বছর বয়সে IAS হলেন সুলোচনা

বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ভক্তরা: প্রসঙ্গত উল্লেখ্য, লিওনেল মেসির (Lionel Messi) দল আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। এর মধ্য দিয়েই মেসির সবচেয়ে বড় স্বপ্নপূরণ হয়েছে। এবার, এই বিশ্বচ্যাম্পিয়ন দলকেই দেখা দিতে পারে ভারতে। বহুদিন ধরেই কেরালা সরকার মেসিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছিল। যা এখন সত্যি হতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর