বাংলা হান্ট ডেস্ক: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফের আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে ভারতে আসছেন বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আর্জেন্টিনা দল চলতি বছরেই ভারতের একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে বলে জানা গিয়েছে।
ফের ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi):
প্রসঙ্গত উল্লেখ্য যে, HSBC ইন্ডিয়া ভারতে ফুটবলের প্রচারের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারিত্বের অধীনে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে প্রীতি ম্যাচ খেলবে। আর ওই ম্যাচটি খেলতেই ভারতে আসবেন লিওনেল মেসি (Lionel Messi)।
ইতিমধ্যেই HSBC ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৫ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলার জন্য ভারত সফর করবে। যেখানে ফুটবল তারকা খেলোয়াড় লিওনেল মেসিও (Lionel Messi) ওই দলে অন্তর্ভুক্ত হবেন।
এদিকে, ১৪ বছর পর ভারতে আসবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি (Lionel Messi)। এটি তাঁর দ্বিতীয় ভারত সফর হিসেবে বিবেচিত হবে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান গত বছরের নভেম্বরে ঘোষণা করেছিলেন যে, আর্জেন্টিনা দল কেরালা সফর করবে এবং কোচিতে ২ টি প্রীতি ম্যাচ খেলবে।
আরও পড়ুন: ঘুরে যাচ্ছে খেলা? এবার চিনের বিরুদ্ধে একজোট ভারত-বাংলাদেশ, চাপ বাড়ল বেজিংয়ের
প্রেস রিলিজ অনুযায়ী, “আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) এবং HSBC গত বুধবার অর্থাৎ ২৬ মার্চ ভারত এবং সিঙ্গাপুরের জন্য একটি নতুন এক বছরের অংশীদারিত্বে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতার চূড়ান্ত পর্বের আগে ২০২৫ সালে প্রতিযোগিতামূলক মরশুম কভার করা হবে।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল বহুতল! ধ্বংস হল ব্রিজ, ভূমিকম্পে ভয়াবহ অবস্থা মায়ানমার-ব্যাংককের
১৪ বছর পর দ্বিতীয় ভারত সফর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লিওনেল মেসি (Lionel Messi) এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন। সল্টলেক স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ওই ম্যাচটি ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা।