বাংলা হান্ট ডেস্ক: ফুটবল জগতের অন্যতম কিংবদন্তি ফুটবলার হলেন লিওনেল মেসি (Lionel Messi)। সমগ্র বিশ্বজুড়েই তাঁর অগণিত ভক্ত রয়েছেন। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার মাঠে নামলেই কোটি কোটি চোখ থাকে তাঁর দিকে। কিন্তু, এবার এমন একটি আপডেট সামনে এসেছে জেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
পরা যাবেনা মেসির (Lionel Messi) জার্সি:
শুধু তাই নয়, এবার আর্জেন্টিনার ম্যাচে মেসির (Lionel Messi) জার্সি পরে স্টেডিয়ামে যাতে ঢোকা না যায় সেই বিষয়ে জারি করা হয়েছে ফতোয়াও। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। জানিয়ে রাখি যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে প্যারাগুয়ে।
এমতাবস্থায়, প্যারাগুয়ের ফুটবল সংস্থা নিজেদের দেশের সমর্থকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ওই নির্দেশিকাতে সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, প্যারাগুয়ের কোনও সমর্থক ওই ম্যাচ চলাকালীন মাঠে আর্জেন্টিনার জার্সি পরতে পারবেন না।
যদিও, আর্জেন্টিনার কোচ লিয়েনেল স্কালোনি অবশ্য দাবি করেছেন যে এই নির্দেশিকা জারি হলেও প্যারাগুয়ের সমর্থকেরা লিয়োনেল মেসির জার্সি অবশ্যই পরবেন। জানিয়ে রাখি যে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তালিকায় সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ইতিমধ্যেই তারা ২২ পয়েন্ট পেয়েছে। এদিকে, ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে খেলার পর মেসিরা ১৯ নভেম্বর পেরুর বিরুদ্ধে খেলবেন।
আরও পড়ুন: অধিকাংশজন জানেন না! iPhone-এ রয়েছে এই দুর্ধর্ষ “সিক্রেট ফিচার”! কিভাবে করবেন ব্যবহার?
এদিকে, প্যারাগুয়ের এই নির্দেশের প্রসঙ্গে তাদের কোচ ফের্নান্দো ভিলাসবোয়া দলীয় সমর্থকদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, “মেসির (Lionel Messi) সাথে আমাদের কোনও সমস্যা না থাকলেও আমাদের সমর্থকেরা অন্য দলের জার্সি পরতে পারবেন না। আমরা প্রত্যেক ফুটবলারকে সম্মান করি। কিন্তু মাঠে আমাদের দলের সম্মান সবার আগে থাকবে। তাই আমাদের সমর্থকদেরও শুধুমাত্র দেশের জার্সি পরতে হবে।” শুধু তাই নয়, এই নিয়ম না মেনে চললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: “ছেলের কেরিয়ার নষ্ট করেছে…..”, ধোনি-বিরাট সহ মোট ৪ জনের ওপর বড় অভিযোগ করলেন সঞ্জুর বাবা
এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার কোচ স্কালোনি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “প্যারাগুয়ের সমর্থকেরা নিজেদের দেশের জার্সি পরবেন, এটাই স্বাভাবিক বিষয়। যদিও, মেসির (Lionel Messi) মতো খেলোয়াড়ের প্রভাব অন্য রকম। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে, মেসির জার্সি পরা মানে এই নয় যে তাঁরা আর্জেন্টিনার সমর্থক। তাঁরা প্যারাগুয়েরই সমর্থক। কিন্তু, তাঁরা মেসিকেও ভালোবাসেন।”