আজ রাতে ফাইনেলেসিমা ট্রফি জয়ের লক্ষ্যে ইতালির মুখোমুখি লিও মেসির আর্জেন্টিনা

নিউজ ডেস্ক বাংলা হান্ট: ফের একবার আজ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবে লিওনেল মেসি। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েমব্লি স্টেডিয়ামে ফাইনেলেসিমায় মুখোমুখি হবে গতবছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমানের ইউরো জয়ী দল ইতালি। ভারতীয় সময় রাত ১২:১৫ এবং বাংলাদেশি সময় রাত ১২:৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল। বিশ্বকাপে যাওয়ার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করে নেওয়ার ভালো সুযোগ রয়েছে মেসিদের সামনে। জিতলে দেশের হয়ে দ্বিতীয় ট্রফি জয়ের স্বাদ পাবেন লিওনেল মেসি। অপরদিকে ইতালি এই ম্যাচটা জিততে চাইবে এই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলা ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ও বর্তমান অধিনায়ক জর্জে কিয়েল্লিনির জন্য।

কিন্তু কি এই ফাইনেলেসিমা ট্রফি? রাতারাতি কিভাবে গজিয়ে উঠলো এক ম্যাচের এই প্রতিযোগিতা? আসলে গত বছরের ডিসেম্বরে ফুটবলের উন্নয়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি ‘ইউয়েফা’ এবং লাতিন আমেরিকান ফুটবলের সর্বেসর্বা ‘কনমেবল’-এর মধ্যে। এই চুক্তির একটি অংশ হন এই ফাইনেলেসিমা ট্রফি। এটাই এই প্রতিযোগিতার প্রথম সংস্করণ নয়। এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে দুই মহাদেশের ফুটবল চ্যাম্পিয়ন দেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপের ফ্রান্স। ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে এই ট্রফি ঘরে তুলেছিল মারাদোনার আর্জেন্টিনা।

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

এইমুহূর্তে বিশ্বফুটবলে সবচেয়ে ধারাবাহিক দল হলো আর্জেন্টিনা। গত বছরই কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফিখরা কাটিয়েছিল তারা। ২০১৯-এ ব্রাজিলের কাছে হারের পর থেকে ২০২২ অবধি টানা ৩১ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। এই তিন বছর সময়কালে লিওনেল স্কালোনির ছেলেরা মোট ৩১ টি ম্যাচে ৫৬ টি গোল করেছে, গোল খেয়েছে মাত্র ১৭ টি। তবে এই তিন বছরে লাতিন আমেরিকার দেশগুলি বাদে অন্য কোনও মহাদেশের দেশগুলির মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। তবুও আজকের রাতে ফেভারিট হিসাবেই মাঠে নামবে মেসি, রদ্রিগো ডি-পল, ডি মারিয়া-রা।

অপরদিকে গত বছর ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ইউরো জিতলেও ২০২২-এর শেষের দিকে আয়োজিত হতে চলা কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি রবার্তো মানচিনির কোচিংয়ে থাকা ইতালি। এই নিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবার টানা দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা। আজ ফাইনেলেসিমা জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে চাইবে ডোন্নারুমারা। অপরদিকে দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচটি জিতে মাথা উঁচু করে বিদায় নিতে চাইবে জর্জে কিয়েল্লিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর