বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেইনে (PSG) যে তার সময় শেষ হয়ে গিয়েছে সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ওই ক্লাবে তার কেরিয়ারটা প্রত্যাশা মতো এগোয়নি। যদিও দুইবার ফরাসি লিগ শিরোপা জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi), কিন্তু এক মরশুমের সর্বোচ্চ গোলের সহায়তা করা ছাড়া মনে রাখার মত আর তেমন কিছু করতে পারেননি তিনি ওই জার্সিতে। ফলে ক্লাবের সমর্থকদের কাছ থেকে ওই জার্সিতে নিজের শেষ ম্যাচেও দুয়ো শুনতে হয়েছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে।
২০২১ থেকে ২০২৩ সাল অবধি প্যারিসে কাটানোর পর এবার সকলে আশা করেছিলেন যে হয়তো আবার নিজের পুরনো ঠিকানা বার্সেলোনায় ফিরে আসবেন মেসি। কিন্তু গতকাল পরিষ্কার হয়ে গিয়েছে যে বার্সেলোনার অফারের জন্য আর অপেক্ষা করতে রাজি নন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি এবার ইউরোপ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামীতে যোগ দিতে চলেছেন। ইউরোপিয়ান ফুটবলে তার সময় শেষ হয়ে গেলো ধরে নেওয়া যেতে পারে।
কিন্তু যে ক্লাবে তিনি ১৭ বছর কাটিয়েছেন তাদের অফারের জন্য কেন অপেক্ষা করলেন না লিওনের মেসি? তিনি বলেছেন, “যদিও আমি শুনেছি যে লা লিগা সবকিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার মঞ্চ ছিল। কিন্তু তার জন্য আরও অনেকটা সময় লাগতো এবং ক্লাবকে আরো কিছু ব্যবস্থা করতে হতো। আমি শুনেছি যে বার্সেলোনা যদি আমাকে সই করাতে চায় তাহলে তাদেরকে কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের বেতন কমাতে হবে, এবং সত্য হল যে আমি এর মধ্য দিয়ে যেতে চাইনি বা এই সমস্ত কিছুর দায় নিজের ওপর নিতে চাইনি।”
মেসি ২০২০ সালেই বলেছিলেন যে তার ইচ্ছা ভবিষ্যতে আমেরিকার মেজর লিগ সকারে খেলার। তার এই লিগে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরই তাদের তরফ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে উল্লেখ করা হয়, “আমরা সন্তুষ্ট এবং বিষয়টি সম্পর্কে অবহিত যে লিওনেল মেসি এই গ্রীষ্মে ইন্টার মিয়ামী এবং মেজর লিগ সকারে যোগ দিতে চান। যদিও একটি আনুষ্ঠানিক চুক্তি চূড়ান্ত করার জন্য কিছু কাজ এখনও বাকি আছে। আমরা আমাদের লিগে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের একজনকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।”
তাকে ক্লাবে না আনতে পারার পর বার্সেলোনা তরফ থেকে জানানো হয়েছে, “বার্সেলোনা থেকে প্রস্তাব দেওয়া সত্ত্বেও লিও মেসি ইন্টার মিয়ামীতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। প্রেসিডেন্ট লাপোর্তা তার বাবার সঙ্গে বৈঠকের পরও বুঝতে পেরেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে যেমন পাদপ্রদীপের আলো এবং চাপের শিকার হচ্ছেন মেসি, তার থেকে অনেক দূরে, কম দাবিসম্পন্ন একটি লিগে প্রতিদ্বন্দ্বিতা করার মেসির সিদ্ধান্তটি কেন নেওয়া হয়েছে। জোয়ান লাপোর্তা এবং হোর্হে মেসি উভয়েই বার্সা ভক্তদের কাছ থেকে যথাযথ শ্রদ্ধা জানানোর জন্য একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। মেসিকে ভবিষ্যতে যথাযথ সম্মান জানানো হবে। তিনি বার্সারই ছিলেন, আছেন এবং সর্বদাই থাকবেন।