বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুই মাস আগে বিশ্বকাপ ফাইনাল মাতিয়েছিলেন মেসি (Lionel Messi) এবং এমবাপ্পে (Kylian Mbappe) দুজনেই। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। কিন্তু মেসির জোড়া গোলের পাশাপাশি আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপ (Qatar World Cup 2022) ঘরে তুলেছিল লা অ্যালবিসেলেস্তেরা। বেশি পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল এবং এমবাপ্পে পেয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের পুরস্কার গোল্ডেন বুট।
সকলেই জানেন যে ক্লাব ফুটবলে তারা বর্তমানে একই দলের হয়ে খেলেন। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি ও এমবাপ্পে একে অপরের সতীর্থ। গতকাল ফ্রেঞ্চ লিগের খেলায় একসাথে ফুল ফোটালেন দুজনেই। তাদের দাপটে খুঁড়কুটোর মতো উড়ে গিয়েছে মার্সেই।
গতকাল ম্যাচের ২৫ মিনিট নাগাদ মেসির পাস থেকে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপ্পে। তার ঠিক ৪ মিনিট পরে এমবাপ্পের পাস থেকে ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করেন মেসি। আর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে মেসির পাস থেকে ফের নিজের দ্বিতীয় এবং চলতি লিগে নিজের ১৭ নম্বর গোল করে মার্সেইয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে।
গতকাল একটি দুর্দান্ত কীর্তি গড়ে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। কাল নিজের ক্লাব কেরিয়ারের ৮৪০ তম ম্যাচটি খেলেছেন লিও মেসি। আর এই ম্যাচে দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্ব ফুটবলের ইতিহাসে ক্লাবের হয়ে নিজের ৭০০ তম গোল করেছেন তিনি। এর মধ্যে মাত্র ২৮ টি গোল তিনি করেছেন পিএসজির জার্সিতে। বাকি ৬৭২টি গোল ছিল বার্সেলোনার জার্সিতে।
তার আগে এই কীর্তি গড়ে দেখিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক ছুঁতে সিআরসেভেন মেসির চেয়ে ১০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন। তার মূল কারণ অবশ্য এটি যে পর্তুগিজ মহাতারকা কেরিয়ারের প্রথম চার বছরে একজন মিডফিল্ডার হিসাবে খেলতেন এবং তাকে কেরিয়ারে একাধিকবার একাধিক ক্লাবের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হয়েছে।
অপরদিকে কাল কিলিয়ান এমবাপ্পেও একটি রেকর্ড করে ফেলেছেন। পিএসজির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ স্কোরারে পরিণত হয়েছেন এমবাপ্পে। এর আগে প্যারিসের ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির নামে। ৩০০ ম্যাচ খেলে তিনি ২০০ গোল করেছিলেন পিএসজি জার্সিতে। এমবাপ্পে তার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মাত্র ২৪৬ টি ম্যাচে।